Man Vs Wild: মোদির সঙ্গে বিশেষ এপিসোড, প্রোমো সামনে আসতেই শুরু পুরনো বিতর্ক
Last Updated:
রাজনৈতিক মহলের মতে, প্রোমো প্রকাশ পেতে স্পষ্ট হয়ে যাচ্ছে গত ১৪ ফেব্রুয়ারি রাহুল গান্ধির ট্যুইটের বক্তব্য। যাকে ওই দিন ভুযো খবর বলেই দাবি করেছিল বিজেপি।
advertisement
advertisement
পুলওয়ামার জঙ্গি হামলায় নিহত চল্লিশ আধা-সেনা জওয়ান। ঘটনার কিছু পরেই কংগ্রেসের তৎকালীন সভাপতি রাহুল গান্ধির অভিযোগ, জঙ্গি হামলায় দেশের জওয়ানরা প্রাণ হারাচ্ছেন, আর প্রধানমন্ত্রী শুটিং করছেন। রাহুলের পালটা বিজেপির টুইট ছিল, কংগ্রেসের ভুয়ো খবরে তারা বীতশ্রদ্ধ। কিন্তু এদিন ওই চ্যানেল তাদের বিবৃতিতে দাবি করেছে, গত চোদ্দই অগাস্ট উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে এই এপিসোডের শুটিং হয়েছিল। যেখানে দর্শকরা দেখতে পাবেন এক অচেনা নরেন্দ্র মোদিকে।
advertisement
ট্যুইট করে এই অনুষ্ঠান দেখতে দেশবাসীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী স্বয়ং। তিনি জানিয়েছেন, জীবনের একটা বড় সময় এই পাহাড়, জঙ্গলের মধ্যে কাটিয়েছেন। ওই সময় শিখেছেন কী ভাবে জীবনকে গঠন করতে হয়। তাই যখন এমন একটা অনুষ্ঠানের জন্য ডাক যখন পেয়েছিলেন, তা ফিরিয়ে দিতে পারেননি। এই অভিজ্ঞতা একেবারেই আলাদা। এ দেশের প্রকৃতি যে কত গভীর, তা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পাবে। জল, জঙ্গলের মধ্যে সময় কাটাতে পেরে নতুন করে জীবনকে অনুভব করলেন।
advertisement
রাজনৈতিক মহলের মতে, প্রোমো প্রকাশ পেতে স্পষ্ট হয়ে যাচ্ছে গত ১৪ ফেব্রুয়ারি রাহুল গান্ধির ট্যুইটের বক্তব্য। যাকে ওই দিন ভুযো খবর বলেই দাবি করেছিল বিজেপি। রাহুলহীন কংগ্রেস আজ দিশাহীন। তাই হাতে রসদ পেয়েও নীরব। আর সবার চোখ বারোই অগাস্ট রাত ন’টার জন্য। প্রকৃতির মাঝে প্রধানমন্ত্রী। অপেক্ষায় ম্যান ভার্সেস ওয়াইল্ডের পর্দা ওঠার।