Taj Mahal | Agra: ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়িয়ে তাজমহল! ধসে যেতে পারে যে কোনও মুহূর্তে...এবার!
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
অসমের মাজুলি দ্বীপ৷ এই অনন্য সুন্দর দ্বীপই এখন অস্তিত্ব সঙ্কটের সম্মুখীন। ১২০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপ। এক সময় এখানে ২৬০ প্রজাতির পাখি পাওয়া যেত। কিন্তু এখন ধীরে ধীরে ভূমিক্ষয়ের ফরে এ দ্বীপ ধীরে ধীরে জলের নীচে তলিয়ে যাচ্ছে। আগামী পনের-বিশ বছরের মধ্যে পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে মাজুলি দ্বীপ।
অসমের মাজুলি দ্বীপ৷ এই অনন্য সুন্দর দ্বীপই এখন অস্তিত্ব সঙ্কটের সম্মুখীন। ১২০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপ। এক সময় এখানে ২৬০ প্রজাতির পাখি পাওয়া যেত। কিন্তু এখন ধীরে ধীরে ভূমিক্ষয়ের ফরে এ দ্বীপ ধীরে ধীরে জলের নীচে তলিয়ে যাচ্ছে। আগামী পনের-বিশ বছরের মধ্যে পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে মাজুলি দ্বীপ।
advertisement
advertisement
advertisement
advertisement
এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের তাজমহলও। যমুনার তীরে নির্মিত শুভ্র এই স্থাপত্য আমাদের সব সময় অবাক করে দেয়। কিন্তু, এই তাজমহলও এখন ভয়াবহ সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে৷ আসলে যে কাঠের উপরে তাজমহল দাঁড়ায়ে রয়েছে, তা যমুনার জল থেকেই শক্তি পায়। কিন্তু, বর্তমানে যমুনায় জল কমেছে৷ ফলে সেই কাঠে পোকামাকড় জন্মাচ্ছে। ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে তাজমহলের ভিত৷ বিশেষজ্ঞেরা বলছেন, যমুনা শুকিয়ে গেলে তাজমহলও ভেঙে পড়বে। তার আগেই এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা করা প্রয়োজন৷