বাজারে এল নতুন ২০০ ও ৫০ টাকার নোট, দেখুন ছবি

Last Updated:
বাজারে এল নতুন ৫০ টাকার নোট ৷ নয়া নোটের নম্বর প্যানেলে সংখ্যাগুলি ছোট থেকে বড়-এই হিসেবে সাজানো থাকবে।
1/6
গত বছর ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয় যে নতুন ৫০  টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ সেই মতো বাজারে এল নতুন ৫০ টাকার নোট ৷ নয়া নোটের নম্বর প্যানেলে সংখ্যাগুলি ছোট থেকে বড়-এই হিসেবে সাজানো থাকবে।
গত বছর ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয় যে নতুন ৫০ টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ সেই মতো বাজারে এল নতুন ৫০ টাকার নোট ৷ নয়া নোটের নম্বর প্যানেলে সংখ্যাগুলি ছোট থেকে বড়-এই হিসেবে সাজানো থাকবে।
advertisement
2/6
রঙ টার্কোয়েজ যা বর্তমানের ৫০ টাকার নোট থেকে অনেকটাই আলাদা ৷ নোটগুলি মহাত্মা গান্ধী সিরিজ ২০০৫-এর যাতে বর্তমান আরবিআই গর্ভনর উর্জিত প্যাটেলের ৷
রঙ টার্কোয়েজ যা বর্তমানের ৫০ টাকার নোট থেকে অনেকটাই আলাদা ৷ নোটগুলি মহাত্মা গান্ধী সিরিজ ২০০৫-এর যাতে বর্তমান আরবিআই গর্ভনর উর্জিত প্যাটেলের ৷
advertisement
3/6
 নতুন নোটে ইনসেট লেটার থাকবে না ৷ নোটের পিছনে থাকবে প্রিন্টিংয়ের সাল ২০১৬ লেখা থাকবে ৷ এছাড়া ডিজাইন ও সিকিউরিটি ফিচার পুরোন নোটে যা ছিল তাই থাকবে ৷
নতুন নোটে ইনসেট লেটার থাকবে না ৷ নোটের পিছনে থাকবে প্রিন্টিংয়ের সাল ২০১৬ লেখা থাকবে ৷ এছাড়া ডিজাইন ও সিকিউরিটি ফিচার পুরোন নোটে যা ছিল তাই থাকবে ৷
advertisement
4/6
 ঘোষণা মতো শুক্রবার বাজারে এল নয়া ২০০ টাকার নোট। প্রাথমিকভাবে মুম্বইয়ে মিলছে এই নোট।
ঘোষণা মতো শুক্রবার বাজারে এল নয়া ২০০ টাকার নোট। প্রাথমিকভাবে মুম্বইয়ে মিলছে এই নোট।
advertisement
5/6
হলুদ রঙের নোটের ভিতরে থাকবে নীল আভা ৷ তলার দিকে থাকবে গভর্নরের সই ৷ নোটের দুটি সিরিজ প্রকাশের সম্ভাবনা ৷ দুটিতেই থিম হিসাবে সাঁচি স্তুপের ছবি ৷
হলুদ রঙের নোটের ভিতরে থাকবে নীল আভা ৷ তলার দিকে থাকবে গভর্নরের সই ৷ নোটের দুটি সিরিজ প্রকাশের সম্ভাবনা ৷ দুটিতেই থিম হিসাবে সাঁচি স্তুপের ছবি ৷
advertisement
6/6
নোট জাল রুখতে দুধরণের পরিবর্তনযোগ্য কালির ব্যবহার ৷ নোটে মহাত্মা গান্ধির ছবির পিছনে বিশেষ কালিতে লেখা সাঙ্কেতিক চিহ্ন ৷ নোটে শেষভাবে লেখা থাকবে দুটি শব্দ - ভারত ও আরবিআই ৷ নোটে থাকবে সচ ভারত বা ক্লিন ইন্ডিয়ার লোগো ৷ দৃষ্টিহীনদের নোট চেনার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা ৷
নোট জাল রুখতে দুধরণের পরিবর্তনযোগ্য কালির ব্যবহার ৷ নোটে মহাত্মা গান্ধির ছবির পিছনে বিশেষ কালিতে লেখা সাঙ্কেতিক চিহ্ন ৷ নোটে শেষভাবে লেখা থাকবে দুটি শব্দ - ভারত ও আরবিআই ৷ নোটে থাকবে সচ ভারত বা ক্লিন ইন্ডিয়ার লোগো ৷ দৃষ্টিহীনদের নোট চেনার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা ৷
advertisement
advertisement
advertisement