Pahalgam Terror Attack: ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইট 'হ্যাকের' চেষ্টা পাকিস্তানের! যোগ্য জবাবে পালানোর পথ পেল না হ্যাকাররা! কী ঘটেছে?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বারংবার ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টায় নাম জড়াল পাকিস্তানের! তবে বার বারই সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারত। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান-ভিত্তিক হ্যাকারদের একাধিক সমন্বিত সাইবার আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
বারংবার ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টায় নাম জড়াল পাকিস্তানের! তবে বার বারই সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারত। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান-ভিত্তিক হ্যাকারদের একাধিক সমন্বিত সাইবার আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, হ্যাকারদের লক্ষ্যই ছিল ভারতের সাইবার সুরক্ষা নষ্ট করা।
advertisement
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সাম্প্রতিক কালে ‘ইন্টারনেট অফ খিলাফাহর’ (আইওকে) নামে একটি হ্যাকার গোষ্ঠীর নাম বার বার উঠে এসেছে। অন্তত চারটি এমন ঘটনাতে চিহ্নিত করা সম্ভব হয়েছে। প্রত্যেক বারই সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইটকে বিকৃত করার চেষ্টা হয়েছে। শুধু তা-ই নয়, পরিষেবা ব্যহত করা এবং ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা করেছিল হ্যাকারেরা। যদিও বহুস্তরীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে হ্যাক করতে পারেনি তারা।
advertisement
এই প্রসঙ্গে সংবাদমাধ্যম জানায়, পাকিস্তান প্রায় প্রতি দিন নিয়ন্ত্রণরেখায় (এলওসি) যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করছে। সেই আবহেই পাকিস্তানি হ্যাকারেরা ভারতের সাইবার সুরক্ষা ভেদ করতে একটি নতুন গোষ্ঠী তৈরি করেছে। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, শ্রীনগর এবং রানিখেতের সেনাবাহিনী স্কুলের ওয়েবসাইটগুলিতে হানা দিয়েছিল হ্যাকারেরা। বিভিন্ন প্ররোচনামূলক পোস্ট ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা হয়েছিল। এ ছাড়াও, ‘আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশন’-এর তথ্যভাণ্ডারের হামলা করেছিল। শুধু তা-ই নয়, ‘ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেসমেন্ট অর্গানাইজেশন’ পোর্টালও হ্যাকারেরা নিশানা করে।
advertisement
advertisement
advertisement
পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। সিন্ধু জল চুক্তি বাতিলের কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানিদের দেওয়া ভারতীয় ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে। একমাত্র পাকিস্তানি হিন্দুদের যে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র।
advertisement
ভারতে থাকা পাকিস্তানিদের এ দেশ ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাল্টা কিছু পদক্ষেপ করেছে পাকিস্তানও। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ-সহ একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে পাকিস্তান। সেই আবহেই আবার পাক হ্যাকারদের আনাগোনার বিষয় প্রকাশ্যে এল।