Pahalgam Terror Attack: পহেলগামে আতঙ্কবাদীদের সামনে থেকে পরিচালনা করছিল দুই বিদেশি জঙ্গি! পাকিস্তানিরা হাজির ছিল নৃশংস নরহত্যার সময়, ২-৩ জন নয় এসেছিল ৬ জন

Last Updated:
Mastermind Of Attack: জঙ্গি হামলার পুরো ঘটনা আগে থেকেই ছকা, রেকি করা থেকে ভারতে আসা, পুরোটাই পাকিস্তান থেকে অপারেটেড
1/5
: জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার কমান্ড ছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীদের নিজের হাতে। গোয়েন্দা সূত্রের খবর, এই হামলায় প্রায় ৬ জন সন্ত্রাসবাদী জড়িত ছিল। তাদের মধ্যে দুজন বিদেশি জঙ্গিও রয়েছে। এই জঙ্গিদের কাছে AK-47-র মতো রাইফেল ছিল। দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগ-পুলওয়ামা এবং শোপিয়ান এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সকালের মধ্যে, সন্ত্রাসবাদীদের সকালের মধ্যেই খুঁজে নিকেশ করে দেওয়ার অ্যাজেন্ডা নিয়ে উপত্যকায় চিরুণি তল্লাশি চালাচ্ছে বাহিনী৷ Photo- Representative 
: জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার কমান্ড ছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীদের নিজের হাতে। গোয়েন্দা সূত্রের খবর, এই হামলায় প্রায় ৬ জন সন্ত্রাসবাদী জড়িত ছিল। তাদের মধ্যে দুজন বিদেশি জঙ্গিও রয়েছে। এই জঙ্গিদের কাছে AK-47-র মতো রাইফেল ছিল। দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগ-পুলওয়ামা এবং শোপিয়ান এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সকালের মধ্যে, সন্ত্রাসবাদীদের সকালের মধ্যেই খুঁজে নিকেশ করে দেওয়ার অ্যাজেন্ডা নিয়ে উপত্যকায় চিরুণি তল্লাশি চালাচ্ছে বাহিনী৷ Photo- Representative
advertisement
2/5
গোয়েন্দা সূত্রের খবর, এখনও পর্যন্ত তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গেছে যে পহেলগাম সন্ত্রাসবাদী হামলার কমান্ড একজন পাকিস্তানি জঙ্গি নিজেই মিশন পরিচালনা করছিলেন। তার সঙ্গে উপস্থিত সন্ত্রাসবাদীদের মধ্যে কমপক্ষে আরও একজন বিদেশি জঙ্গি ছিল৷ জঙ্গির সংখ্যা ছিল প্রায় হাফ ডজন। এটাও প্রকাশ পেয়েছে যে এই সন্ত্রাসবাদীরা আধুনিক অস্ত্রের পাশাপাশি একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করছিল৷  এই সন্ত্রাসবাদীরা সম্ভবত এই এলাকাটি রেকি করেছিল।
গোয়েন্দা সূত্রের খবর, এখনও পর্যন্ত তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গেছে যে পহেলগাম সন্ত্রাসবাদী হামলার কমান্ড একজন পাকিস্তানি জঙ্গি নিজেই মিশন পরিচালনা করছিলেন। তার সঙ্গে উপস্থিত সন্ত্রাসবাদীদের মধ্যে কমপক্ষে আরও একজন বিদেশি জঙ্গি ছিল৷ জঙ্গির সংখ্যা ছিল প্রায় হাফ ডজন। এটাও প্রকাশ পেয়েছে যে এই সন্ত্রাসবাদীরা আধুনিক অস্ত্রের পাশাপাশি একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করছিল৷  এই সন্ত্রাসবাদীরা সম্ভবত এই এলাকাটি রেকি করেছিল।
advertisement
3/5
রেইকিতে করাল কে?এখনও পর্যন্ত তদন্তে, এটাও সামনে এসেছে যে সন্ত্রাসবাদীরা জানত যে এই এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি খুবই কম থাকে। পাশাপাশি এই এলাকাটি পর্যটকে ভর্তি থাকত। আজ পর্যন্ত এখানে এত বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে যে সন্ত্রাসীদের জন্য রেকি চালানোর ক্ষেত্রে কিছু ওভারগ্রাউন্ড কর্মীরও ভূমিকা থাকতে পারে। এটাও প্রকাশ পেয়েছে যে এই গোষ্ঠীর নেতৃত্বদানকারী সন্ত্রাসবাদী কিছুদিন আগে পাকিস্তান থেকে ভারতে এসেছিল। ধারণা করা হচ্ছে, এই পাকিস্তানি জঙ্গি পাকিস্তানে বসে তাঁর বসদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখত এবং সেখান থেকে ক্রমাগত নির্দেশ আসত৷
রেইকিতে করাল কে?এখনও পর্যন্ত তদন্তে, এটাও সামনে এসেছে যে সন্ত্রাসবাদীরা জানত যে এই এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি খুবই কম থাকে। পাশাপাশি এই এলাকাটি পর্যটকে ভর্তি থাকত। আজ পর্যন্ত এখানে এত বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে যে সন্ত্রাসীদের জন্য রেকি চালানোর ক্ষেত্রে কিছু ওভারগ্রাউন্ড কর্মীরও ভূমিকা থাকতে পারে। এটাও প্রকাশ পেয়েছে যে এই গোষ্ঠীর নেতৃত্বদানকারী সন্ত্রাসবাদী কিছুদিন আগে পাকিস্তান থেকে ভারতে এসেছিল। ধারণা করা হচ্ছে, এই পাকিস্তানি জঙ্গি পাকিস্তানে বসে তাঁর বসদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখত এবং সেখান থেকে ক্রমাগত নির্দেশ আসত৷
advertisement
4/5
অনেক এলাকায় অভিযান চলছে।গোয়েন্দা সংস্থার একজন শীর্ষ কর্মকর্তার মতে, এই মামলায় জড়িত জঙ্গিদের খোঁজে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে, যার ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে কোকার নাগ, পুলওয়ামা এবং সোপিয়ান জেলাতেও খোঁজ চলছে৷ ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি এই মামলায় দোষীদের ধরে ফেলতে পারবে৷
অনেক এলাকায় অভিযান চলছে।গোয়েন্দা সংস্থার একজন শীর্ষ কর্মকর্তার মতে, এই মামলায় জড়িত জঙ্গিদের খোঁজে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে, যার ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে কোকার নাগ, পুলওয়ামা এবং সোপিয়ান জেলাতেও খোঁজ চলছে৷ ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি এই মামলায় দোষীদের ধরে ফেলতে পারবে৷
advertisement
5/5
এই  সন্ত্রাসবাদী হামলায় অনেক মানুষ মারা গেছেন৷ অনেকে আহত হয়েছেন। ২০০০ সালের পর পাকিস্তানের আয়োজন করা  জঙ্গির হামলার সবচেয়ে বড় হানা৷  নিহত নিরীহ মানুষের ওপর হানার এটিই সবচেয়ে বড় গণহত্যা।
এই  সন্ত্রাসবাদী হামলায় অনেক মানুষ মারা গেছেন৷ অনেকে আহত হয়েছেন। ২০০০ সালের পর পাকিস্তানের আয়োজন করা  জঙ্গির হামলার সবচেয়ে বড় হানা৷  নিহত নিরীহ মানুষের ওপর হানার এটিই সবচেয়ে বড় গণহত্যা।
advertisement
advertisement
advertisement