দেশের জন্য যিনি নিজের প্রাণ বিসর্জন দেন তিনিই প্রকৃত বীর, তিনিই প্রকৃত দেশপ্রমী ৷ আজ সীমান্তে দাঁড়িয়ে দেশের জওয়ানেরা প্রাণপাত করছেন বলেই আমাদের মত সাধারণ মানুষেরা নিশ্চিন্তে ঘুমাতে পারি ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
2/ 7
দেশের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনও কিছুর জন্য কি দেশকে ত্যাগ করা যায় ? ছবি সৌজন্যে ফেসবুক ৷
3/ 7
বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের আয়ু যাতে দীর্ঘ হয়, সেই কারণে ভাইয়ের হাতে রাখী পরিয়ে যমের দুয়ারে কাঁটা দেন বোনেরা ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
4/ 7
কিন্তু কেই বা ভাববে যে রাখীর দিনে ভাইকে কাছে পাওযার বদলে ৷ ভাইয়ের মৃতদেহকে আঁকড়ে কাঁদতে হবে বোনকে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
5/ 7
দেশের জন্য শহিদ হয়েছেন কৃষণলাল সেই কৃষ্ণলালের প্রতি বোনের শ্রদ্ধায় বারেবারে ভাইবোনের সম্পর্কের প্রতি গড়ে ওঠে গভীর ভক্তি ও শ্রদ্ধা ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
6/ 7
ভাই আর কোনও দিনও ফিরবেনা সেটা ধরে নিয়েই ৷ এক গভীর শোকের মাঝেও যেন বারেবারে মনে হয় এই তো একটু পরেই আসবে সে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
7/ 7
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে শেষকৃত্য ৷ চোকের জলে চিরবিদায় ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
দেশের জন্য যিনি নিজের প্রাণ বিসর্জন দেন তিনিই প্রকৃত বীর, তিনিই প্রকৃত দেশপ্রমী ৷ আজ সীমান্তে দাঁড়িয়ে দেশের জওয়ানেরা প্রাণপাত করছেন বলেই আমাদের মত সাধারণ মানুষেরা নিশ্চিন্তে ঘুমাতে পারি ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
দেশের জন্য শহিদ হয়েছেন কৃষণলাল সেই কৃষ্ণলালের প্রতি বোনের শ্রদ্ধায় বারেবারে ভাইবোনের সম্পর্কের প্রতি গড়ে ওঠে গভীর ভক্তি ও শ্রদ্ধা ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷