ছেলে-বৌমা দেখেননি, ভিক্ষে করে আজ লক্ষ লক্ষ টাকার মালকিন এই বৃদ্ধা

Last Updated:
1/5
১.নিজের বাড়িতে নিজেই হয়েছিলেন বোঝা ৷ দুই ছেলে নিয়ে ভরা সংসার ছিল ৷ তবে বৌমারা বাড়িতে আসার পর থেকেই ছবিটা ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করেছিল ৷
১.নিজের বাড়িতে নিজেই হয়েছিলেন বোঝা ৷ দুই ছেলে নিয়ে ভরা সংসার ছিল ৷ তবে বৌমারা বাড়িতে আসার পর থেকেই ছবিটা ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করেছিল ৷
advertisement
2/5
২.রোজই জুটত গাল-মন্দ, মারধর ৷ অত্যাচার ক্রমশ বেড়েই চলছিল ৷ একদিন আর সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন এই বৃদ্ধা ৷
২.রোজই জুটত গাল-মন্দ, মারধর ৷ অত্যাচার ক্রমশ বেড়েই চলছিল ৷ একদিন আর সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন এই বৃদ্ধা ৷
advertisement
3/5
৩.কোথায় থাকবেন? কী করবেন ? খাবেন কী ? কোনও ঠিক ঠিকানাই ছিল না ৷ কোনও উপায় না দেখে ভিক্ষে করতে শুরু করেন ৷ তবে, একেই বলে ভাগ্য আজ তিনি কয়েক লক্ষ টাকার মালকিন ৷
৩.কোথায় থাকবেন? কী করবেন ? খাবেন কী ? কোনও ঠিক ঠিকানাই ছিল না ৷ কোনও উপায় না দেখে ভিক্ষে করতে শুরু করেন ৷ তবে, একেই বলে ভাগ্য আজ তিনি কয়েক লক্ষ টাকার মালকিন ৷
advertisement
4/5
 ৪.সম্প্রতি এমন খবরই সামনে এসেছে ৷ পুলিশ জানিয়েছে, একটি বস্তিতে তল্লাশি চালাতে গিয়ে একটি ব্যাগে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা এবং রুপোর গয়না পাওয়া যায় ৷ জিজ্ঞাসাবাদে করতেই এক বৃদ্ধা জানান এগুলি তাঁর সম্পত্তি ৷ গত সাত বছর ধরে তিনি বাড়ির বাইরে রয়েছেন ৷ আর গত সাত বছর ধরে ভিক্ষে করেই এই বিপুল পরিমাণ অর্থ জমিয়েছেন তিনি ৷
৪.সম্প্রতি এমন খবরই সামনে এসেছে ৷ পুলিশ জানিয়েছে, একটি বস্তিতে তল্লাশি চালাতে গিয়ে একটি ব্যাগে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা এবং রুপোর গয়না পাওয়া যায় ৷ জিজ্ঞাসাবাদে করতেই এক বৃদ্ধা জানান এগুলি তাঁর সম্পত্তি ৷ গত সাত বছর ধরে তিনি বাড়ির বাইরে রয়েছেন ৷ আর গত সাত বছর ধরে ভিক্ষে করেই এই বিপুল পরিমাণ অর্থ জমিয়েছেন তিনি ৷
advertisement
5/5
 ৫.পুলিশ জানিয়েছে ওই বৃদ্ধার নাম পেমা ৷ তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৷ গোটা ঘটনা জেরে খোঁজখবর নিয়ে পুলিশ ওই বৃদ্ধার সম্পততি যাতে কোনওভাবে নষ্ট না হয়, সেই কারণে একটি সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দিয়েছে ৷
৫.পুলিশ জানিয়েছে ওই বৃদ্ধার নাম পেমা ৷ তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৷ গোটা ঘটনা জেরে খোঁজখবর নিয়ে পুলিশ ওই বৃদ্ধার সম্পততি যাতে কোনওভাবে নষ্ট না হয়, সেই কারণে একটি সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দিয়েছে ৷
advertisement
advertisement
advertisement