এক ছেলে অফিসার, অন্য জন নেতা! রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যু মায়ের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
খোঁজখবর করে পুলিশ জানতে পারে, পথের ধারে উদ্ধার হওয়া বৃদ্ধার এক ছেলে সরকারি অফিসার, অন্য ছেলে রাজনৈতিক নেতা৷ কিন্তু শেষ বয়সে মায়ের দায়িত্বে নিতে চাননি তাঁরা কেউই!
advertisement
advertisement
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বৃদ্ধা সোদিয়োঁ এলাকার আরা কোটলি রোডের বাসিন্দা ছিলেন৷ অভিযোগ, মহিলাকে দেখভালের জন্য লোক রেখে দিয়েছিলেন দুই ছেলে৷ কিন্তু এর বাইরে মায়ের কোনও খোঁজখবর নিতেন না তাঁরা৷ বৃদ্ধার দেখভালের জন্য যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনিও নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেননি৷ শেষ পর্যন্ত অবস্থার অবনতি হতে হতে বৃদ্ধার ঠাঁই হয় রাস্তায়৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন৷ Photo- Representive