Okhi90 Scooter: এটাই কি এখন দেশের সব থেকে সুন্দর স্কুটার! অনেকেই দেখে চোখ ফেরাতে পারছেন না

Last Updated:
Okinawa Autotech Okhi 90: যেমন দেখতে, তেমন পারফরম্যান্স এই স্কুটারের। ১০ সেকেন্ডে তুলতে পারবে শূন্য থেকে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতি।
1/5
ইলেকট্রিক স্কুটার সেগমেন্ট-এ Ola S1 Pro, Ather 450X, TVS iQube ইতিমধ্যে বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই তিনটি মডেলকে কড়া  টক্কর দিতে পারে Okhi90।
ইলেকট্রিক স্কুটার সেগমেন্ট-এ Ola S1 Pro, Ather 450X, TVS iQube ইতিমধ্যে বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই তিনটি মডেলকে কড়া টক্কর দিতে পারে Okhi90।
advertisement
2/5
Okhi90 আপাতত চারটি কালার অপশন-ও পাওয়া যাবে। লাল,নীল, সাদা ও ধূসর রঙের। থাকবে ১৬ ইঞ্চির অ্যালুমিনিয়াম হুইল। যা এই সেগমেন্টে প্রথম।
Okhi90 আপাতত চারটি কালার অপশন-ও পাওয়া যাবে। লাল,নীল, সাদা ও ধূসর রঙের। থাকবে ১৬ ইঞ্চির অ্যালুমিনিয়াম হুইল। যা এই সেগমেন্টে প্রথম।
advertisement
3/5
৩৮০০ ওয়াট মোটর থাকবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্কুটারে একবার চার্জ দিলে সর্বোচ্চ ১৬০ কিমি পর্যন্ত চালানো যাবে।
৩৮০০ ওয়াট মোটর থাকবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্কুটারে একবার চার্জ দিলে সর্বোচ্চ ১৬০ কিমি পর্যন্ত চালানো যাবে।
advertisement
4/5
Okhi90 ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিমি গতি তুলতে পারবে বলে সংস্থা দাবি করেছে। মাত্র ১০ সেকেন্ডে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারবে।
Okhi90 ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিমি গতি তুলতে পারবে বলে সংস্থা দাবি করেছে। মাত্র ১০ সেকেন্ডে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারবে।
advertisement
5/5
মিউজিক প্লে কন্ট্রোল, গাড়ির ব্যাটারি চার্জ স্ট্যাটাস, জিও-ফেন্সিং, ফাইন্ড মাই ভেহিকেল অপশন, ট্রিপ হিস্ট্রি, ড্রাইভার স্কোর, স্পিডিং অ্যালার্ট, নেভিগেশন-এর মতো ফিচার থাকবে। আর এই স্কুটারের লুক অসাধারণ।
মিউজিক প্লে কন্ট্রোল, গাড়ির ব্যাটারি চার্জ স্ট্যাটাস, জিও-ফেন্সিং, ফাইন্ড মাই ভেহিকেল অপশন, ট্রিপ হিস্ট্রি, ড্রাইভার স্কোর, স্পিডিং অ্যালার্ট, নেভিগেশন-এর মতো ফিচার থাকবে। আর এই স্কুটারের লুক অসাধারণ।
advertisement
advertisement
advertisement