• শক্তি বাড়িয়ে ধেয়ে যাচ্ছে ঘুর্ণিঝড় ‘তিতলি’। অভিমুখ - ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা। এর জেরে খুর্দা রোড ও ভিজিয়ানাগরমের মধ্যে বুধবার রাত ১০ টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ উত্তরপ্রদেশ এবং হাওড়া/খড়গপুর থেকে আসা ট্রেনগুলিকেও ভদ্রকের পর থেকে বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
• বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হতে পারে বন্যাও । তিতলির জেরে কলকাতা ও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রাত ১০ টার পর থেকে খুর্দা ও বিজিয়ানাগ্রামের মধ্যে কোনও প্যাসেঞ্জার ট্রেন চলবে না ৷ বদল করা হয়েছে একাধিক ট্রেনের সময় ৷ বাতিল হয়েছে বেশকিছু উড়ানের সময়ও ৷