১৫ বছর আগে যখন মাতিলদা কুল্লু প্রথমবার ওই গ্রামে গিয়েছিলেন, তখন তাঁকে নিয়ে কম হাসিঠাট্টা হয়নি। কিন্তু নিজের লক্ষ্য স্থির করে ফেলেছিলেন মাতিলদা কুল্লু। বরং সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। তাঁর কথায়, এখানে মানুষ ভাবতেই পারত না হাসপাতাল বলেও কিছু আছে। তাঁদের ভরসা ছিল ওঝা আর কালোজাদু। চিকিৎসা বিজ্ঞানের প্রতি তাঁদের কোনও ভরসা ছিল না।