টানটান উত্তেজনার মধ্যেই ভোটগ্রহণ পর্ব চলছে মধ্যপ্রদেশ ও মিজোরামে ৷ মধ্যপ্রেদেশের মোট ২৩০ টি আসনে এবং মিজোরামে ৪০টি আসনে ভোটগ্রহণ চলছে ৷ এর মধ্যে যদি আপনার ভোটার আইকার্ড হারিয়ে গিয়ে থাকে বা এখনও পর্যন্ত ভোটার আইকার্ড বানানো না হয়ে থাকে তাহলে এই ভাবে সহজেই বানিয়ে ফেলুন আইকার্ড ৷ এর জন্য আপনাকে অনলাইনে আবেদন জানাতে হবে ৷ কেবল ভোট দেওয়ার জন্য নয় ভোটার কার্ড আপনার পরিচয়পত্র হিসেবেও ব্যবহার করতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement
অনালাইনে আবেদন করার জন্য- National Voter Services Portal খুলে তাতে Apply online for registration of new voter / due to shifting from AC তে ক্লিক করতে হবে এরপর ফর্ম ৬ খুলে যাবে ৷ ফর্মটি ফিলআপ করতে হবে উপরে দেওয়া ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ভাষা নির্বাচন করতে হবে এরপর আপনার রাজ্য ও বিধানসভা/ আপনার কেন্দ্রের নাম সিলেক্ট করুন
advertisement
এরপর আপনার নাম, ঠিকানা, বয়স সমস্ত তথ্য জমা করতে হবে ৷ ফোন নম্বর এবং পরিবারের অন্য সদস্য যার ভোটার কার্ড রয়েছে তার বিষয়ে তথ্য দিতে হবে ৷ যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলি ফিল আপ করা বাধ্যতামূলক ৷ ফর্ম ফিল আপ করার পর সেভ করে নিন ৷ চেক করে তারপর সাবমিট করুন ৷ আপনাকে একটি মেল পাঠানো হবে যার মাধ্যমে আপনি আপনার ভোটার আই কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন ৷ আপনার আবেদন পত্র প্রোসেস হওয়া থেকে ভোটার আইকার্ডের পাওয়ার মধ্যে প্রায় ৩০ দিনের সময় লাগতে পারে ৷