করোনার প্রকোপ বাড়ছে, তার মধ্যেই নতুন করে নিপা ভাইরাসের আতঙ্ক বাড়ছে কেরলে। খবর মিলেছে, কেরল প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সে রাজ্যের সমস্ত জেলাতেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলিকে বিভিন্ন আক্রান্তদের বিভিন্ন উপসর্গের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এই সতর্কতা জারি করা হয়েছে, কারণ এই সময়টাই বাদুড়ের বংশবৃদ্ধির সময়, সেই কারণেই এখন রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে।