Newly Wed Bride and Groom: ‘বউ’ কিনেছিলেন এক লক্ষ টাকায়, ফুলসজ্জার রাতে বাড়ির সকলকে গ্লাসে করে দুধ খাওয়ালেন নতুন বউ, তারপর...

Last Updated:
Newly Wed Bride and Groom: কিছু কিছু জায়গায় এখনও লোকে অর্থাৎ বর, মেয়েদের বিয়ে করার জন্য টাকা দেয়। মেয়ের বাবা-মাকে নগদ টাকা দেওয়ার পর তাদের মেয়ের বিয়ে হয়। সব ধরণের রীতিনীতি মেনেই এই বিয়ে হয়।
1/5
ভারতীয় বিয়েতে এখনও সাধারণত ছেলেপক্ষ যৌতুক নেয়। বিয়েতে মেয়েদের পরিবারের পক্ষ থেকে ছেলেদের জন্য নগদ টাকা, নানারকম জিনিসপত্র, বাইক, গাড়ি ইত্যাদি দেয়। কিন্তু কিছু কিছু জায়গায় এখনও লোকে অর্থাৎ বর, মেয়েদের বিয়ে করার জন্য টাকা দেয়। মেয়ের বাবা-মাকে নগদ টাকা দেওয়ার পর তাদের মেয়ের বিয়ে হয়। সব ধরণের রীতিনীতি মেনেই এই বিয়ে হয়। Photo- Representative
ভারতীয় বিয়েতে এখনও সাধারণত ছেলেপক্ষ যৌতুক নেয়। বিয়েতে মেয়েদের পরিবারের পক্ষ থেকে ছেলেদের জন্য নগদ টাকা, নানারকম জিনিসপত্র, বাইক, গাড়ি ইত্যাদি দেয়। কিন্তু কিছু কিছু জায়গায় এখনও লোকে অর্থাৎ বর, মেয়েদের বিয়ে করার জন্য টাকা দেয়। মেয়ের বাবা-মাকে নগদ টাকা দেওয়ার পর তাদের মেয়ের বিয়ে হয়। সব ধরণের রীতিনীতি মেনেই এই বিয়ে হয়। Photo- Representative
advertisement
2/5
একদিকে এখনও যেমন বিয়ের পর মেয়েরা অনেকক্ষেত্রে প্রতারিত হয় ঠিক তেমনিই ছেলেরাও প্রতারিত হয়৷ সম্প্রতি রাজস্থানের ভরতপুরে এমনই এক বিয়েতে প্রতারিত হয়েছেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের সুলতানপুরের এক মেয়েকে বিয়ে করেছিল ছেলেটি। দিন ২০ আগে  এই বিয়ের পরের দিনেই বড় সর্বনাশ হয়ে যায়৷  ছেলেটি মেয়ের পরিবারকে বিয়ের আগেই নগদ এক লক্ষ টাকা দিয়েছে। এরপর ১৭ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য হয়৷ ছেলের পরিবারের মনে ঘূণাক্ষরেও বুঝতে পারেনি বাড়িতে নতুন বউ হিসেবে যে এল সে কে? Photo- Representative
একদিকে এখনও যেমন বিয়ের পর মেয়েরা অনেকক্ষেত্রে প্রতারিত হয় ঠিক তেমনিই ছেলেরাও প্রতারিত হয়৷ সম্প্রতি রাজস্থানের ভরতপুরে এমনই এক বিয়েতে প্রতারিত হয়েছেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের সুলতানপুরের এক মেয়েকে বিয়ে করেছিল ছেলেটি। দিন ২০ আগে  এই বিয়ের পরের দিনেই বড় সর্বনাশ হয়ে যায়৷  ছেলেটি মেয়ের পরিবারকে বিয়ের আগেই নগদ এক লক্ষ টাকা দিয়েছে। এরপর ১৭ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য হয়৷ ছেলের পরিবারের মনে ঘূণাক্ষরেও বুঝতে পারেনি বাড়িতে নতুন বউ হিসেবে যে এল সে কে? Photo- Representative
advertisement
3/5
গয়না নিয়ে পালিয়ে যায়ভারতপুরের রাজন সিং সুলতানপুরের পূজাকে বিয়ে করেন। বিয়ের সময় ছেলের পরিবার কনের পরিবারকে এক লক্ষ টাকা দিয়েছিল। ১৯ ফেব্রুয়ারি, তিলক হিসাবে, মেয়েটিকে একটি সোনার নেকলেস, একটি সুতো, তিনটি সোনার আংটি, টপস, সোনার ব্রেসলেট, একটি মঙ্গলসূত্র ইত্যাদি সহ ৬ লক্ষ টাকার গয়না দেওয়া হয়েছিল।
গয়না নিয়ে পালিয়ে যায়ভারতপুরের রাজন সিং সুলতানপুরের পূজাকে বিয়ে করেন। বিয়ের সময় ছেলের পরিবার কনের পরিবারকে এক লক্ষ টাকা দিয়েছিল। ১৯ ফেব্রুয়ারি, তিলক হিসাবে, মেয়েটিকে একটি সোনার নেকলেস, একটি সুতো, তিনটি সোনার আংটি, টপস, সোনার ব্রেসলেট, একটি মঙ্গলসূত্র ইত্যাদি সহ ৬ লক্ষ টাকার গয়না দেওয়া হয়েছিল।
advertisement
4/5
মেয়েটি গয়নাগুলো নিজের কাছে রেখেছিল।মেয়েটিও বিয়ে করে রাজনের বাড়িতে আসে। কিন্তু ওই রাতেই সবার খাবারে দুধের সঙ্গে সে ওষুধ মিশিয়ে গয়না নিয়ে পালিয়ে যায় সে।
মেয়েটি গয়নাগুলো নিজের কাছে রেখেছিল।মেয়েটিও বিয়ে করে রাজনের বাড়িতে আসে। কিন্তু ওই রাতেই সবার খাবারে দুধের সঙ্গে সে ওষুধ মিশিয়ে গয়না নিয়ে পালিয়ে যায় সে।
advertisement
5/5
রাজন তাঁর সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার এই ঘটনায় বাকরুদ্ধ। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে মেয়েটিকে সে বিয়ে করে তার জীবন কাটাবে ভেবেছিলেন, সে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। মেয়েটি কোথায় গেছে কেউ জানে না। বিষয়টি পুলিশকে জানিয়েছেন রাজন। ডাকাত কনেকে খুঁজতে ব্যস্ত পুলিশ। Photo- Representative
রাজন তাঁর সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার এই ঘটনায় বাকরুদ্ধ। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে মেয়েটিকে সে বিয়ে করে তার জীবন কাটাবে ভেবেছিলেন, সে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। মেয়েটি কোথায় গেছে কেউ জানে না। বিষয়টি পুলিশকে জানিয়েছেন রাজন। ডাকাত কনেকে খুঁজতে ব্যস্ত পুলিশ। Photo- Representative
advertisement
advertisement
advertisement