চাইলেই নাইট শিফট নয়, নিতে হবে অনুমতি! নতুন Labour Code-এ মহিলাকর্মীদের বেতন নিয়েও বড় সিদ্ধান্ত কেন্দ্রের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
১৯৩০ থেকে ১৯৫০-এর দশকে গড়ে ওঠা বিভিন্ন শ্রম আইন আধুনিক কাজের ধারা- গিগ এবং প্ল্যাটফর্ম কর্মী, অ্যাপ-ভিত্তিক ডেলিভারি, স্থানান্তরিত শ্রমিকদের কোনও ধরনের মান্যতা দেওয়া হত না। নতুন শ্রম কোডে প্রথমবার এদের আইনি স্বীকৃতি এবং সুরক্ষা দেওয়া হচ্ছে।
দেশের শ্রম ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। গত ২১ নভেম্বর ২৯টি শ্রম আইন বাতিক করে দিয়েছে কেন্দ্র। বদলে গোটা দেশে চারটি নতুন শ্রম কোড বা (Labour Code) কার্যকর করা হয়েছে। কেন্দ্রের দাবি, এই সংস্কার 'আত্মনির্ভর ভারত'-এর পথে ঐতিহাসিক পদক্ষেপ যা ৪০ কোটির বেশি শ্রমিককে প্রথমবার সামাজিক নিরাপত্তার আওতায় আনবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
