চাইলেই নাইট শিফট নয়, নিতে হবে অনুমতি! নতুন Labour Code-এ মহিলাকর্মীদের বেতন নিয়েও বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Last Updated:
১৯৩০ থেকে ১৯৫০-এর দশকে গড়ে ওঠা বিভিন্ন শ্রম আইন আধুনিক কাজের ধারা- গিগ এবং প্ল্যাটফর্ম কর্মী, অ্যাপ-ভিত্তিক ডেলিভারি, স্থানান্তরিত শ্রমিকদের কোনও ধরনের মান্যতা দেওয়া হত না। নতুন শ্রম কোডে প্রথমবার এদের আইনি স্বীকৃতি এবং সুরক্ষা দেওয়া হচ্ছে।
1/7
labour codes india,labour law reform,four labour codes implementation, labour Law reforms, New labour codes, Code on Wages, Industrial Relations Code, Occupational Safety Health and Working Conditions Code, Social Security Code, labour law framework, labour laws India, সরকার শুক্রবার নোটিফিকেশন জারি করে জানায় যে বহু প্রতীক্ষিত এই সংস্কার অবশেষে কার্যকর হয়েছে। মজুরি কোড, সামাজিক সুরক্ষা কোড, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড—এই চারটিই এখন থেকে দেশের শ্রম আইনের ভিত্তি হবে। India labor reform 4 new rules introduced 29 laws repealed Four new labor codes implemented major reform in labor system
দেশের শ্রম ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। গত ২১ নভেম্বর ২৯টি শ্রম আইন বাতিক করে দিয়েছে কেন্দ্র। বদলে গোটা দেশে চারটি নতুন শ্রম কোড বা (Labour Code) কার্যকর করা হয়েছে। কেন্দ্রের দাবি, এই সংস্কার 'আত্মনির্ভর ভারত'-এর পথে ঐতিহাসিক পদক্ষেপ যা ৪০ কোটির বেশি শ্রমিককে প্রথমবার সামাজিক নিরাপত্তার আওতায় আনবে।
advertisement
2/7
প্রসঙ্গত বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা ও নিশানা করার অভিযোগ উঠছে বার বার। এই নিয়ে ফুঁসে উঠেছেন মমতা। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্পে বড় সুবিধা দেওয়ার কথা বলে দিলেন মমতা। রাজ্যেই কর্মশ্রী প্রকল্পের আওতায় কাজ দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ।
১৯৩০ থেকে ১৯৫০-এর দশকে গড়ে ওঠা বিভিন্ন শ্রম আইন আধুনিক কাজের ধারা- গিগ এবং প্ল্যাটফর্ম কর্মী, অ্যাপ-ভিত্তিক ডেলিভারি, স্থানান্তরিত শ্রমিকদের কোনও ধরনের মান্যতা দেওয়া হত না। নতুন শ্রম কোডে প্রথমবার এদের আইনি স্বীকৃতি এবং সুরক্ষা দেওয়া হচ্ছে।
advertisement
3/7
শীর্ষ দৈনিক মজুরির পিছনে অর্থনৈতিক কারণগুলি দিল্লি ১,৩৪৬ টাকা দৈনিক মজুরির কারণে দেশের মধ্যে শীর্ষে রয়েছে। যা সরকার, আইটি, অর্থ এবং কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চ দক্ষতার কাজের শক্তিশালী ভিত্তির কারণে অর্জন করা গিয়েছে। গুরগাঁওয়ের কর্পোরেট সংস্থাগুলি দিল্লির কাছাকাছি হওয়ায় এই সুযোগ আরও বেশি করে বৃদ্ধি পেয়েছে।
নিয়োগপত্র বাধ্যতামূলক, সময়মতো বেতনের আশ্বাসএখন থেকে প্রতিটি কর্মীকে নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক। সারা দেশে একই নূন্যতম মজুরি, পাশাপাশি সময়মতো বেতন দেওয়া প্রতিষ্ঠানের জন্য আইনি বাধ্যতা রয়েছে। এতে কর্মসংস্থানের স্বচ্ছতা বাড়বে।
advertisement
4/7
সেই এআই বিশেষজ্ঞ জানিয়েছেন, ডাক্তারি পেশাতেও ভবিষ্যতে এআই-এর প্রভাব থাকবে প্রত্যক্ষ। তবে তিনি আরও জানিয়েছেন, এআই-এর জন্য চাকরির নতুন অনেক পথও খুলবে।
৪০ বছরের বেশি কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাবছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পাবেন ৪০ বছরের বেশি বয়সী কর্মীরা। খনন, কেমিক্যাল, নির্মাণ-সহ বিপজ্জনক শিল্পে কর্মরতদের জন্য বাড়তি স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও রয়েছে।
advertisement
5/7
 মাত্র এক বছরের চাকরিতেই মিলবে গ্র্যাচুইটি<br />আগে যেখানে ৫ বছর না হলে চাকরিতে গ্র্যাচুইটির অধিকার থাকত না। নতুন নিয়মে সেখানে এক বছরের মধ্যেই স্থায়ী চাকরির পরেই গ্র্যাচুইটি পাওয়া যাবে। যা বেসরকারি কর্মীদের ক্ষেত্রে বড় সুবিধা।
মাত্র এক বছরের চাকরিতেই মিলবে গ্র্যাচুইটিআগে যেখানে ৫ বছর না হলে চাকরিতে গ্র্যাচুইটির অধিকার থাকত না। নতুন নিয়মে সেখানে এক বছরের মধ্যেই স্থায়ী চাকরির পরেই গ্র্যাচুইটি পাওয়া যাবে। যা বেসরকারি কর্মীদের ক্ষেত্রে বড় সুবিধা।
advertisement
6/7
 কর্মরত নারীদের জন্য বিশেষ সুবিধা<br />নারীরা এখন নিজেদের সম্মতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা সুরক্ষার ভিত্তিতে রাতের শিফটে কাজ করতে পারবেন। সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ- এইসকল আইনে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি ট্র্যান্সজেন্ডার কর্মীরাও সমান অধিকার পাবেন।
কর্মরত নারীদের জন্য বিশেষ সুবিধানারীরা এখন নিজেদের সম্মতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা সুরক্ষার ভিত্তিতে রাতের শিফটে কাজ করতে পারবেন। সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ- এইসকল আইনে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি ট্র্যান্সজেন্ডার কর্মীরাও সমান অধিকার পাবেন।
advertisement
7/7
এছাড়াও সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির সুবিধা ও দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্পে কাজের সুযোগও করে দেওয়া হবে।
অস্থায়ী কর্মীদের স্থায়ী কর্মীদের মতন সুরক্ষাঅস্থায়ী কর্মীদেরও এখন ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তা, কাজের নিশ্চয়তা সবই মিলবে। একই সঙ্গে এই সময় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও পরিযায়ী কর্মীরাও সুরক্ষা পরিসরে আসছেন।
advertisement
advertisement
advertisement