নেপালেই জন্মেছেন রাম! দাবিতে অনড় নেপালের প্রধানমন্ত্রী, মন্দির তৈরির নির্দেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যদিও নেপালেই আসল রাম জন্মভূমি রয়েছে বলে ওলির এই দাবি মানতে নারাজ সেদেশেরই রাজনৈতিক নেতারা৷
advertisement
advertisement
নেপালের সংবাদপত্র হিমালয়ন টাইমস-এর খবর অনুযায়ী, অযোধ্যাপুরীতে রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি বসানোর নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী৷ স্থানীয় জনপ্রতিনিধিদের বিরাট মাপের মন্দির তৈরির জন্য প্রস্তাব জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে নেপাল সরকার৷ পাশাপাশি নেপালের অযোধ্যাপুরীকেই আসল অযোধ্যা হিসেবে প্রচার করা এবং তুলে ধরার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি৷
advertisement
advertisement
advertisement
যদিও নেপালেই আসল রাম জন্মভূমি বলে ওলির এই দাবি মানতে নারাজ সেদেশেরই রাজনৈতিক নেতারা৷ প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই ওলির সমালোচনা করে বলেছেন, 'ওলির বয়ান সমস্ত সীমা পার করে ফেলেছে৷ চূড়ান্ত কোনও অবস্থান নিয়ে ফেললে শুধুমাত্র ঝামেলারই সৃষ্টি হবে৷' নেপালের বিরোধী রাজনৈতিক দলগুলির অনেক শীর্ষ নেতাই ওলির এই দাবিকে অনর্থক বলে সমালোচনা করেন৷