ভিভের সঙ্গে নীনার দেখা করিয়েছিলেন রানী! তার পর দুজনের প্রেম আর বাঁধ মানেনি
- Published by:Suman Majumder
Last Updated:
Neena Gupta-Viv Richards: ভিভের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। তবে ভিভ রিচার্ডসের মেয়ের মা হয়েছেন তিনি।
এই মুহূর্তে ভারতে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস। মেয়ে মাসাবার বিয়ের জন্য এসেছেন তিনি। মাসাবা রিচার্ডস এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে। অবিবাহিত মা নীনা এককভাবে মাসাবাকে বড় করেছেন। মেয়ের বিয়ে উপলক্ষে বয়ফ্রেন্ড রিচার্ডসকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement
ওই ম্যাচের একদিন পরে জয়পুরের রানী একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন। সেখানে উইন্ডিজ দলকে ডাকা হয়েছিল। রাজস্থানে নীনা গুপ্তার একটি ছবির শুটিংও চলছিল। রাজেশ খান্না এবং পুরো কাস্টকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে রিচার্ডসের সঙ্গে দেখা হয় নীনার। ক্রিকেটারের স্টাইলের প্রশংসাও করেন তিনি। ভবিষ্যতে আবার সুযোগ হলে অবশ্যই দেখা করব বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
advertisement
advertisement
