ভিভের সঙ্গে নীনার দেখা করিয়েছিলেন রানী! তার পর দুজনের প্রেম আর বাঁধ মানেনি

Last Updated:
Neena Gupta-Viv Richards: ভিভের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। তবে ভিভ রিচার্ডসের মেয়ের মা হয়েছেন তিনি।
1/7
এই মুহূর্তে ভারতে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস। মেয়ে মাসাবার বিয়ের জন্য এসেছেন তিনি। মাসাবা রিচার্ডস এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে। অবিবাহিত মা নীনা এককভাবে মাসাবাকে বড় করেছেন। মেয়ের বিয়ে উপলক্ষে বয়ফ্রেন্ড রিচার্ডসকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
এই মুহূর্তে ভারতে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস। মেয়ে মাসাবার বিয়ের জন্য এসেছেন তিনি। মাসাবা রিচার্ডস এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে। অবিবাহিত মা নীনা এককভাবে মাসাবাকে বড় করেছেন। মেয়ের বিয়ে উপলক্ষে বয়ফ্রেন্ড রিচার্ডসকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
advertisement
2/7
স্যর ভিভ রিচার্ডস এবং নীনা গুপ্তার প্রেমের গল্প কীভাবে শুরু হয়েছিল? দুই ভিন্ন পেশার এই তারকারা কীভাবে কাছাকাছি এলেন এবং তারপরে লাভ বার্ডে পরিণত হলেন। নীনা গুপ্তা এবং ভিভ রিচার্ডসের প্রেমের গল্প জেনে নিন।
স্যর ভিভ রিচার্ডস এবং নীনা গুপ্তার প্রেমের গল্প কীভাবে শুরু হয়েছিল? দুই ভিন্ন পেশার এই তারকারা কীভাবে কাছাকাছি এলেন এবং তারপরে লাভ বার্ডে পরিণত হলেন। নীনা গুপ্তা এবং ভিভ রিচার্ডসের প্রেমের গল্প জেনে নিন।
advertisement
3/7
দুজনের প্রেমের গল্প শুরু হয় আটের দশকে। নীনা গুপ্তা ক্রিকেটের অনুরাগী ছিলেন। ভিভ রিচার্ডসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরে এসেছিল। সেই সময় উইন্ডিজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দল হিসেবে পরিচিত ছিল। নাগপুর ওডিআই ম্যাচের সময় নীনা গুপ্তাও উপস্থিত ছিলেন মাঠে।
দুজনের প্রেমের গল্প শুরু হয় আটের দশকে। নীনা গুপ্তা ক্রিকেটের অনুরাগী ছিলেন। ভিভ রিচার্ডসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরে এসেছিল। সেই সময় উইন্ডিজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দল হিসেবে পরিচিত ছিল। নাগপুর ওডিআই ম্যাচের সময় নীনা গুপ্তাও উপস্থিত ছিলেন মাঠে।
advertisement
4/7
ওই ম্যাচে ভারত হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ দুরানে জিতলেও চিন্তায় ছিলেন স্যর ভিভ রিচার্ডস। নীনা গুপ্তা তাঁর আত্মজীবনী 'সাচ কাহুন তো'-তে বলেছিলেন, ভিভ রিচার্ডসের শান্ত স্বভাব তাঁকে মুগ্ধ করেছিল। তিনি ভিভের চোখে জল দেখেছিলেন। ভিভ ক্রিকেট নিয়ে কতটা সিরিয়াস, তা নীনা সেদিন বুঝেছিলেন।
ওই ম্যাচে ভারত হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ দুরানে জিতলেও চিন্তায় ছিলেন স্যর ভিভ রিচার্ডস। নীনা গুপ্তা তাঁর আত্মজীবনী 'সাচ কাহুন তো'-তে বলেছিলেন, ভিভ রিচার্ডসের শান্ত স্বভাব তাঁকে মুগ্ধ করেছিল। তিনি ভিভের চোখে জল দেখেছিলেন। ভিভ ক্রিকেট নিয়ে কতটা সিরিয়াস, তা নীনা সেদিন বুঝেছিলেন।
advertisement
5/7
ওই ম্যাচের একদিন পরে জয়পুরের রানী একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন। সেখানে উইন্ডিজ দলকে ডাকা হয়েছিল। রাজস্থানে নীনা গুপ্তার একটি ছবির শুটিংও চলছিল। রাজেশ খান্না এবং পুরো কাস্টকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে রিচার্ডসের সঙ্গে দেখা হয় নীনার। ক্রিকেটারের স্টাইলের প্রশংসাও করেন তিনি। ভবিষ্যতে আবার সুযোগ হলে অবশ্যই দেখা করব বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ওই ম্যাচের একদিন পরে জয়পুরের রানী একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন। সেখানে উইন্ডিজ দলকে ডাকা হয়েছিল। রাজস্থানে নীনা গুপ্তার একটি ছবির শুটিংও চলছিল। রাজেশ খান্না এবং পুরো কাস্টকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে রিচার্ডসের সঙ্গে দেখা হয় নীনার। ক্রিকেটারের স্টাইলের প্রশংসাও করেন তিনি। ভবিষ্যতে আবার সুযোগ হলে অবশ্যই দেখা করব বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
advertisement
6/7
ওই পার্টির পর উইন্ডিজ দল দেশে ফিরে যায়। নীনার সঙ্গেতার পর অনেকদিন আর ভিভের কোনও যোগাযোগ ছিল না।
ওই পার্টির পর উইন্ডিজ দল দেশে ফিরে যায়। নীনার সঙ্গেতার পর অনেকদিন আর ভিভের কোনও যোগাযোগ ছিল না।
advertisement
7/7
কয়েক বছর পর আবার দিল্লি বিমানবন্দরে দেখা হয় নীনা-ভিভের। তার পর থেকেই তাঁদের প্রেম জমে ওঠে।
কয়েক বছর পর আবার দিল্লি বিমানবন্দরে দেখা হয় নীনা-ভিভের। তার পর থেকেই তাঁদের প্রেম জমে ওঠে।
advertisement
advertisement
advertisement