Nalanda News: নালন্দা যেন মৃত্যুপুরী! কিছুক্ষণের ঝড়, তাতেই মৃত্যুমিছিল! বিহারে মর্মান্তিক মৃত্যু ৫৮ জনের, শুধু নালন্দাতেই ২৩
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nalanda News: নালন্দা জেলা ম্যাজিস্ট্রেট শশাঙ্ক শুভঙ্কর ওই জেলায় মৃত্যুর সংখ্যা, সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
advertisement
নালন্দা জেলা ম্যাজিস্ট্রেট শশাঙ্ক শুভঙ্কর ওই জেলায় মৃত্যুর সংখ্যা, সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার তিনি জানান, ২২ জন গাছ পড়ে বা দেওয়াল ধসে মারা গিয়েছেন এবং একজন বজ্রপাতে মারা গিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, "বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্দেশ অনুযায়ী, সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন এবং বাকিদের শুক্রবার বিকেলের মধ্যে তা প্রদান করা হবে।"
advertisement
advertisement
নালন্দায় বিভিন্ন বড় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ১৮ কিমির বেশি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩০০-এর বেশি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রান্সফর্মার ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিভাগের ৪২টি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সন্ধ্যার মধ্যে রাস্তা থেকে পড়ে গাছ সরিয়ে দেওয়া যাবে বলেও আশা করছে প্রশাসন।
advertisement
নালন্দার জেলা ম্যাজিস্ট্রেট আরও স্পষ্ট করে বলেছেন, ক্ষতিপূরণ শুধুমাত্র আবাসিক এবং ব্যক্তিগত ক্ষতির জন্যই দেওয়া হয়, বাণিজ্যিক ক্ষতির জন্য নয়। প্রশাসন যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করছে, যাতে সকলে সাহায্য পান। নালন্দার ছাড়াও ঝড়ে ভোজপুরে পাঁচজন, গয়ায় তিনজন এবং গোপালগঞ্জ, আরওয়াল, জেহানাবাদ, পটনা এবং মুজাফফরপুর জেলায় একজন করে গাছ বা দেওয়াল ধসে মারা গিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement