Mumbai Attack: এত বছর পর বেরিয়ে এল সত্য! তাহাউর রানাকে ভারতে ফেরাতেই পর্দাফাঁস 'এমপ্লয়ি বি'র! কে এই ব্যক্তি জানেন? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mumbai Attack: আদতে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বর্তমানে কানাডার নাগরিক রানা। এত দিন লস অ্যাঞ্জেলেসের বন্দিশালায় আটক ছিল।
advertisement
আদতে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বর্তমানে কানাডার নাগরিক রানা। এত দিন লস অ্যাঞ্জেলেসের বন্দিশালায় আটক ছিল। অভিযোগ, পাক বংশোদ্ভূত আর এক সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বই হামলার বিষয়টি ছকেছিলেন রানা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গেও যোগ ছিল তার। পাশাপাশি অপর জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদি ইসলামির (হুজি) সঙ্গে তার যোগাযোগ ছিল।
advertisement
advertisement
কিন্তু এই ‘এমপ্লয়ি বি’ আসলে কে? ওই ব্যক্তির পরিচয় অবশ্য এখনও খোলসা করেননি রানা। তবে, সূত্রের খবর, মুম্বই হামলার সময় হামলাকারীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, আশ্রয় দেওয়া সহ নানা কাজে ওই ‘এমপ্লয়ি বি’ সাহায্য করেছিলেন বলে জানা গিয়েছে। এমনকী মুম্বইয়ে হেডলির থাকার ব্যবস্থাও করে দিয়েছিলেন ‘এমপ্লয়ি বি’।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement