মুক্তিধামেও মুক্তিহীন প্রাণ ! শ্মশানে আধাপোড়া দেহাংশ মুখে করে তুলে নিয়ে গেল কুকুর !

Last Updated:
1/5
গত বুধবার হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে আসতেই সকলের চক্ষু হয়েছে চড়ক গাছ ৷ মৃতদেহ সমাধিস্থ হওয়ার পর পোষ্য কুকুর প্রভুর সমাধিস্থানে প্রবেশ করে ৷ প্রভুর অর্ধমৃত দেহ তুলে এনেছে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদারা ফরিদখান পাঠানের ঘটনা ৷ এরফলে প্রশ্ন উঠেছে সমাধিস্থানের নিরাপত্তা নিয়ে ৷
গত বুধবার হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে আসতেই সকলের চক্ষু হয়েছে চড়ক গাছ ৷ মৃতদেহ সমাধিস্থ হওয়ার পর পোষ্য কুকুর প্রভুর সমাধিস্থানে প্রবেশ করে ৷ প্রভুর অর্ধমৃত দেহ তুলে এনেছে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদারা ফরিদখান পাঠানের ঘটনা ৷ এরফলে প্রশ্ন উঠেছে সমাধিস্থানের নিরাপত্তা নিয়ে ৷
advertisement
2/5
শেষকৃত্যের পরই এই রহস্যের ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ এটি মুক্তিধাম সর্ববৃহৎ বেশ প্রসিদ্ধি রয়েছে এলাকায় ৷
শেষকৃত্যের পরই এই রহস্যের ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ এটি মুক্তিধাম সর্ববৃহৎ বেশ প্রসিদ্ধি রয়েছে এলাকায় ৷
advertisement
3/5
সূত্রের খবর বৃহস্পতিবার সকালেই সমাধিস্থ দেহের বিভিন্ন অংশ বের করে নেয় ৷ ঘটনাটি চাক্ষুস করেছেন তাঁরা বেশ অবাকই হয়েছে ৷
সূত্রের খবর বৃহস্পতিবার সকালেই সমাধিস্থ দেহের বিভিন্ন অংশ বের করে নেয় ৷ ঘটনাটি চাক্ষুস করেছেন তাঁরা বেশ অবাকই হয়েছে ৷
advertisement
4/5
বেশ কয়েকজন ঘটনাটি প্রসঙ্গে অভিব্যক্তি দিয়েছেন শেষকৃত্যের পরে জল দিয়ে আগুন নেভানো হয়নি তাই এমন ঘটনা ঘটেছে ৷ প্রতি বছরেই এই সমাধিস্থানের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ থাকে ২ কোটি টাকা ৷
বেশ কয়েকজন ঘটনাটি প্রসঙ্গে অভিব্যক্তি দিয়েছেন শেষকৃত্যের পরে জল দিয়ে আগুন নেভানো হয়নি তাই এমন ঘটনা ঘটেছে ৷ প্রতি বছরেই এই সমাধিস্থানের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ থাকে ২ কোটি টাকা ৷
advertisement
5/5
মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ দেওয়েশ প্যাটেল জানিয়েছেন এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে ৷ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷
মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ দেওয়েশ প্যাটেল জানিয়েছেন এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে ৷ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷
advertisement
advertisement
advertisement