• ধীর গতিতে চলতে চলতে হঠাৎই অনেকটা শক্তি সঞ্চয় করল মৌসুমি বায়ু ৷ ৪৮ শতাংশের কাছাকাছি শক্তি বর্ধন করে এবার পুরোদমে ঝাঁপিয়ে পড়তে চলেছে বর্ষা ৷ • হাওয়া অফিস সূত্রে খবর, মহারাষ্ট্র, মারাথওয়াডা, বিদর্ভ, কর্ণাটকের মাঝামাঝি অবধি বর্ষা পৌঁছে গিয়েছে ৷ তেলেঙ্গানা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা ৷ • মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ গুজরাত, পূর্ব উত্তর প্রদেশে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকতে চলেছে ৷ • ইতিমধ্যেই প্রকৃতির খামখেয়ালিপনায় ৪৩% ঘাটতি হয়ে গিয়েছে বর্ষার ৷ মধ্য ভারতে ৫৪ শতাংশ বর্ষার ঘাটতি রয়েছে ৷ • তবে দিল্লিকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বর্ষার জন্য ৷ শেষ নয় বছরে যা রেকর্ড ৷ • সাইক্লোন বায়ুর কারণে মৌসুমি বায়ুর শক্তি হ্রাস পেয়েছিল ৷