IMD Weather Forecast: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! প্রবল দুর্যোগের আশঙ্কা দেশের একাধিক রাজ্যে, ভারী বৃষ্টির সম্ভাবনা ১৮টি জায়গায়
- Published by:Teesta Barman
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Forecast: মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে। এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান-সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে।
বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বিরতি। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বর্ষার সাময়িক বিরতি। বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
advertisement
আগামী তিন চার দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকা, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ডের ও বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, অসম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার ও বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতি ও শুক্রবার একইভাবে দার্জিলিং ও কালিম্পং বৃষ্টির পরিমাণ বেশি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই দুই পার্বত্য জেলাতে। ফের নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
advertisement
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজও কাল বৃষ্টির সম্ভাবনা কমবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
advertisement
তাপপ্রবাহ শুধু উত্তরপ্রদেশ এবং জম্মু ডিভিশনে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই সমস্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কেরল, কর্ণাটক, কঙ্কন, গোয়া, তামিলনাডু, গুজরাত, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।