Monsoon 2023: রেকর্ড জলস্তর! বিপদসীমা ছাপিয়ে ফুঁসছে যমুনা, আতঙ্কিত দিল্লিবাসী! বর্ষণবিধ্বস্ত উত্তর ভারতে জারি রেড অ্যালার্ট

Last Updated:
Monsoon 2023: আশঙ্কা, প্রবল বর্ষণে আরও বাড়বে যমুনা নদীর জলস্তর। হরিয়ানায় হাতিকুণ্ড বাঁধে প্রচুর পরিমাণে জল ছাড়ার জেরে দিল্লিতে যমুনানদীতে ক্রমশ বাড়ছে জলস্তর।
1/7
 চার দিন ধরে লাগাতার প্রবল বর্ষণে বিপর্যস্ত দিল্লি-সহ উত্তর ভারত। একাধিক প্রাণহানির পাশাপাশি ধস এবং ধ্বংসের চিহ্ন দেশের উত্তর অংশ জুড়ে। বিস্তৃত এলাকা জুড়ে ভেঙে গিয়েছে সেতু। পাহাড় থেকে ধসে পড়েছে পাথরের চাঁই। সেগুলির চাপে পিষ্ট হয়ে গিয়েছে গাড়িও।
চার দিন ধরে লাগাতার প্রবল বর্ষণে বিপর্যস্ত দিল্লি-সহ উত্তর ভারত। একাধিক প্রাণহানির পাশাপাশি ধস এবং ধ্বংসের চিহ্ন দেশের উত্তর অংশ জুড়ে। বিস্তৃত এলাকা জুড়ে ভেঙে গিয়েছে সেতু। পাহাড় থেকে ধসে পড়েছে পাথরের চাঁই। সেগুলির চাপে পিষ্ট হয়ে গিয়েছে গাড়িও।
advertisement
2/7
দিল্লিতে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনানদী। গত ১০ বছরে যমুনায় এত পরিমাণ জলস্তর বৃদ্ধি হয়নি। আশঙ্কা, প্রবল বর্ষণে আরও বাড়বে যমুনা নদীর জলস্তর। হরিয়ানায় হাতিকুণ্ড বাঁধে প্রচুর পরিমাণে জল ছাড়ার জেরে দিল্লিতে যমুনানদীতে ক্রমশ বাড়ছে জলস্তর।
দিল্লিতে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনানদী। গত ১০ বছরে যমুনায় এত পরিমাণ জলস্তর বৃদ্ধি হয়নি। আশঙ্কা, প্রবল বর্ষণে আরও বাড়বে যমুনা নদীর জলস্তর। হরিয়ানায় হাতিকুণ্ড বাঁধে প্রচুর পরিমাণে জল ছাড়ার জেরে দিল্লিতে যমুনানদীতে ক্রমশ বাড়ছে জলস্তর।
advertisement
3/7
রবিবার সকালে দিল্লিতে যমুনানদীতে জলস্তর ছিল ২০৩.১৪ মিটার। সোমবার বিকেলে সেটি পৌঁছয় ২০৫.৪ মিটারে। বিপদসীমা ২০৫.৩৩ মিটারের মাত্রা পেরিয়ে যাওয়ায় বাড়ছে আতঙ্ক ও আশঙ্কা। যমুনা নদীর জল পর্যবেক্ষণ করার জন্য খোলা হয়েছে ১৬ টি কন্ট্রোলরুম। উদ্ধারকাজের জন্য মোতায়েন রাখা হয়েছে ৫০-এর বেশি মোটরবোট।
রবিবার সকালে দিল্লিতে যমুনানদীতে জলস্তর ছিল ২০৩.১৪ মিটার। সোমবার বিকেলে সেটি পৌঁছয় ২০৫.৪ মিটারে। বিপদসীমা ২০৫.৩৩ মিটারের মাত্রা পেরিয়ে যাওয়ায় বাড়ছে আতঙ্ক ও আশঙ্কা। যমুনা নদীর জল পর্যবেক্ষণ করার জন্য খোলা হয়েছে ১৬ টি কন্ট্রোলরুম। উদ্ধারকাজের জন্য মোতায়েন রাখা হয়েছে ৫০-এর বেশি মোটরবোট।
advertisement
4/7
উত্তর ভারতের বর্ষণবিধ্বস্ত রাজ্যগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থা হিমাচল প্রদেশের। প্রাণহানির সংখ্যা পৌঁছে গিয়েছে ৩১-এ। পড়শি উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন ৫ জন। উত্তর প্রদেশ, পঞ্জাব, রাজস্থানেও ১ জন করে প্রাণ হারিয়েছেন।
উত্তর ভারতের বর্ষণবিধ্বস্ত রাজ্যগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থা হিমাচল প্রদেশের। প্রাণহানির সংখ্যা পৌঁছে গিয়েছে ৩১-এ। পড়শি উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন ৫ জন। উত্তর প্রদেশ, পঞ্জাব, রাজস্থানেও ১ জন করে প্রাণ হারিয়েছেন।
advertisement
5/7
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু আকাশপথে পরিদর্শন করেন কসোল, মণিকরণ, ক্ষীরগঙ্গা, পুলগা-সহ বর্ষা বিপর্যস্ত এলাকাগুলি। কুল্লুর সাইঞ্জ এলাকাতেই জলে ধুয়ে গিয়েছে ৪০ টি দোকান, ৩০ টি ঘরবাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাপিয়ে গিয়েছে ৩ হাজার কোটি থেকে ৪ হাজার কোটি টাকা।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু আকাশপথে পরিদর্শন করেন কসোল, মণিকরণ, ক্ষীরগঙ্গা, পুলগা-সহ বর্ষা বিপর্যস্ত এলাকাগুলি। কুল্লুর সাইঞ্জ এলাকাতেই জলে ধুয়ে গিয়েছে ৪০ টি দোকান, ৩০ টি ঘরবাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাপিয়ে গিয়েছে ৩ হাজার কোটি থেকে ৪ হাজার কোটি টাকা।
advertisement
6/7
জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে গত ৪ দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। প্লাবিত নদীতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিঘ্নিত অত্যাবশ্যকীয় পরিষেবা।
জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে গত ৪ দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। প্লাবিত নদীতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিঘ্নিত অত্যাবশ্যকীয় পরিষেবা।
advertisement
7/7
হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের তিন জেলায় বুধবারের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত এ রাজ্যে নিষেধাজ্ঞা পর্যটনেও।
হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের তিন জেলায় বুধবারের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত এ রাজ্যে নিষেধাজ্ঞা পর্যটনেও।
advertisement
advertisement
advertisement