Modi Scuba Dive Viral: দ্বারকানগরীতে 'স্কুবা ডাইভ' মোদির! জলের নীচেই কৃষ্ণ পূজা! আরব সাগরে আধ্মাত্বিক ডুব! মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:
Modi Scuba Dive Viral Photo: কৃষ্ণভূমি দ্বারকায় অন্য মেজাজে মোদি। স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরীর দর্শন প্রধানমন্ত্রী। জলের তলায় দিলেন পূজাও। 'আধ্মাত্বিক ডুব' থেকে উঠে কী বললেন প্রধানমন্ত্রী?
1/7
রবিবার গোটা দিন গুজরাতে বিভিন্ন কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গুজরাত সফরের শুরুতেই ভেট দ্বারকায় ‘সুর্দশন সেতু’র উদ্বোধন করেন। এটিই দেশের দীর্ঘতম কেবল সেতু। তার পর সেখান থেকেই সোজা চলে যান দ্বারকাধীশ মন্দির দর্শনে।
রবিবার গোটা দিন গুজরাতে বিভিন্ন কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গুজরাত সফরের শুরুতেই ভেট দ্বারকায় ‘সুর্দশন সেতু’র উদ্বোধন করেন। এটিই দেশের দীর্ঘতম কেবল সেতু। তার পর সেখান থেকেই সোজা চলে যান দ্বারকাধীশ মন্দির দর্শনে।
advertisement
2/7
এদিন বিখ্যাত পাঞ্চকুনি সমুদ্র সৈকতে পৌঁছেই স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরীর দর্শন করেন মোদি। দ্বারকা সবসময়ই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান।
এদিন বিখ্যাত পাঞ্চকুনি সমুদ্র সৈকতে পৌঁছেই স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরীর দর্শন করেন মোদি। দ্বারকা সবসময়ই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান।
advertisement
3/7
দ্বারকার যে প্রাগৈতিহাসিক শহর আরব সাগরের তলায় তলিয়ে গিয়েছিল, রবিবার মোদি সেই শহর দর্শন করেন। জলের নীচে দ্বারকাধীশ মন্দিরে কৃষ্ণ পূজাও করেন তিনি।
দ্বারকার যে প্রাগৈতিহাসিক শহর আরব সাগরের তলায় তলিয়ে গিয়েছিল, রবিবার মোদি সেই শহর দর্শন করেন। জলের নীচে দ্বারকাধীশ মন্দিরে কৃষ্ণ পূজাও করেন তিনি।
advertisement
4/7
স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতার কথা নিজেই সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে মোদি লেখেন, ‘‘আধ্যাত্মিক অনুভূতি হল। শাশ্বত ভক্তি এবং প্রাচীন যুগের সঙ্গে সংস্পর্শে আসার অভিজ্ঞতা কখনও ভুলব না। জলের তলায় ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করা একটি অলৌকিক অভিজ্ঞতা ছিল।’’
স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতার কথা নিজেই সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে মোদি লেখেন, ‘‘আধ্যাত্মিক অনুভূতি হল। শাশ্বত ভক্তি এবং প্রাচীন যুগের সঙ্গে সংস্পর্শে আসার অভিজ্ঞতা কখনও ভুলব না। জলের তলায় ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করা একটি অলৌকিক অভিজ্ঞতা ছিল।’’
advertisement
5/7
আর এদিন কৃষ্ণভূমি দ্বারকায় শ্রীকৃষ্ণের উদ্দেশে এভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি পোস্ট করেন তিনি। জানালেন, জলে নিমজ্জিত দ্বারকানগরী প্রাচীন আধ্যাত্মিক মহানুভবতার সঙ্গে একাত্ম বোধ করতে সাহায্য করেছে তাঁকে।
আর এদিন কৃষ্ণভূমি দ্বারকায় শ্রীকৃষ্ণের উদ্দেশে এভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি পোস্ট করেন তিনি। জানালেন, জলে নিমজ্জিত দ্বারকানগরী প্রাচীন আধ্যাত্মিক মহানুভবতার সঙ্গে একাত্ম বোধ করতে সাহায্য করেছে তাঁকে।
advertisement
6/7
এদিন মোদির পরনে ছিল গেরুয়া বসন। কোমরে বাঁধা ছিল ময়ূরের পেখম। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের একাধিক ছবিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তোলে সেই ছবি।
এদিন মোদির পরনে ছিল গেরুয়া বসন। কোমরে বাঁধা ছিল ময়ূরের পেখম। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের একাধিক ছবিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তোলে সেই ছবি।
advertisement
7/7
প্রসঙ্গত, গুজরাত উপকূলে ওই এলাকায় স্কুবা ডাইভিং বেশ জনপ্রিয়। জলে ডুব দিয়ে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ চাক্ষুষ করেন অনেকে। আজ মোদিও জলে নামেন। স্কুবা গিয়ার গায়ে চাপিয়েই জলের তলায় দেখা গেল প্রধানমন্ত্রীকে। তাঁর নিরাপত্তার দিকে বিশেষ নজর ছিল প্রশাসনের।
প্রসঙ্গত, গুজরাত উপকূলে ওই এলাকায় স্কুবা ডাইভিং বেশ জনপ্রিয়। জলে ডুব দিয়ে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ চাক্ষুষ করেন অনেকে। আজ মোদিও জলে নামেন। স্কুবা গিয়ার গায়ে চাপিয়েই জলের তলায় দেখা গেল প্রধানমন্ত্রীকে। তাঁর নিরাপত্তার দিকে বিশেষ নজর ছিল প্রশাসনের।
advertisement
advertisement
advertisement