গোটা ভারতকে এক সূত্রে বাঁধল মিশন মুন, গর্বিত মোদি

Last Updated:
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ৭ অক্টোবর রাত ১:৫০ নাগাদ ১০০ সেকেন্ড ধরে ঘটা একটি ঘটনায় গোটা দেশ এক দেশ সূত্রে বাঁধা পড়েছিল ৷
1/5
রবিবার চন্দ্রযান ২ নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন মোদি জানান, ইসরো স্পিরিট (ISRO Spirit) গোটা দেশকে প্রভাবিত করেছে ৷  চন্দ্রযান ২ মিশন গোটা দেশকে এক সূত্রে বেঁধে দিয়েছে ৷
রবিবার চন্দ্রযান ২ নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন মোদি জানান, ইসরো স্পিরিট (ISRO Spirit) গোটা দেশকে প্রভাবিত করেছে ৷ চন্দ্রযান ২ মিশন গোটা দেশকে এক সূত্রে বেঁধে দিয়েছে ৷
advertisement
2/5
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ৭ অক্টোবর রাত ১:৫০ নাগাদ ১০০ সেকেন্ড ধরে ঘটা একটি ঘটনায় গোটা দেশ এক দেশ সূত্রে বাঁধা পড়েছিল ৷ সাফল্য ও ব্যর্থতার মানেকে ১০০ সেকেন্ডের মধ্যে বদলে দিয়েছে দেশ ৷ মোদি জানান, সেদিন রাত ১:৫০ নাগাদ টিভির পর্দায় চোখ রেখেছিল দেশবাসী চন্দ্রযান ২ মিশনের সাফল্যের সাক্ষী থাকবে বলে ৷
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ৭ অক্টোবর রাত ১:৫০ নাগাদ ১০০ সেকেন্ড ধরে ঘটা একটি ঘটনায় গোটা দেশ এক দেশ সূত্রে বাঁধা পড়েছিল ৷ সাফল্য ও ব্যর্থতার মানেকে ১০০ সেকেন্ডের মধ্যে বদলে দিয়েছে দেশ ৷ মোদি জানান, সেদিন রাত ১:৫০ নাগাদ টিভির পর্দায় চোখ রেখেছিল দেশবাসী চন্দ্রযান ২ মিশনের সাফল্যের সাক্ষী থাকবে বলে ৷
advertisement
3/5
ঠোঁট ও কাপের মধ্যে মাত্র দু'কিলোমিটারের দূরত্ব। এই যাত্রায় ছোঁয়া হল না চাঁদ। তবে ইসরোর দ্বিতীয় চন্দ্র অভিযানকে ব্যর্থ মানতে নারাজ বেশির ভাগ দেশবাসী।
ঠোঁট ও কাপের মধ্যে মাত্র দু'কিলোমিটারের দূরত্ব। এই যাত্রায় ছোঁয়া হল না চাঁদ। তবে ইসরোর দ্বিতীয় চন্দ্র অভিযানকে ব্যর্থ মানতে নারাজ বেশির ভাগ দেশবাসী।
advertisement
4/5
 তাঁদের যুক্তি, প্রত্যেক ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম ও শিক্ষা। যাকে পুঁজি করে মেলে এগিয়ে যাওয়ার রসদ। তৃতীয় বিশ্বের একটি দেশের মহাকাশ গবেষণা সংস্থা হয়েও চাঁদ ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে ইসরো। সেই স্পর্ধা আর পরিশ্রমকেই কুর্নিশ জানাচ্ছে দেশবাসী ৷
তাঁদের যুক্তি, প্রত্যেক ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম ও শিক্ষা। যাকে পুঁজি করে মেলে এগিয়ে যাওয়ার রসদ। তৃতীয় বিশ্বের একটি দেশের মহাকাশ গবেষণা সংস্থা হয়েও চাঁদ ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে ইসরো। সেই স্পর্ধা আর পরিশ্রমকেই কুর্নিশ জানাচ্ছে দেশবাসী ৷
advertisement
5/5
এই যাত্রায় প্রত্যাশিত সাফল্য মেলেনি। তৈরি হয়নি ইতিহাস। তবুও চন্দ্রযান টু-কে ব্যর্থ মানতে নারাজ দেশবাসী। হতাশা ভুলে ইসরোকে শুভেচ্ছা ও কুর্নিশের বন্যা রাজনৈতিক মহল থেকে সেলিব্রিটিদের।
এই যাত্রায় প্রত্যাশিত সাফল্য মেলেনি। তৈরি হয়নি ইতিহাস। তবুও চন্দ্রযান টু-কে ব্যর্থ মানতে নারাজ দেশবাসী। হতাশা ভুলে ইসরোকে শুভেচ্ছা ও কুর্নিশের বন্যা রাজনৈতিক মহল থেকে সেলিব্রিটিদের।
advertisement
advertisement
advertisement