মোদি 2.0: সেলস গার্ল থেকে দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী

Last Updated:
1/7
প্রথম মোদি সরকারের মতো, দ্বিতীয় সংস্করণেও চমকের অভাব রাখেননি নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ অমিত শাহ নন, অর্থমন্ত্রকের দায়িত্ব পেলেন নির্মলা সীতারমণ ৷
প্রথম মোদি সরকারের মতো, দ্বিতীয় সংস্করণেও চমকের অভাব রাখেননি নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ অমিত শাহ নন, অর্থমন্ত্রকের দায়িত্ব পেলেন নির্মলা সীতারমণ ৷
advertisement
2/7
ইন্দিরা গান্ধির পর নির্মলা সীতারমণই প্রথম একজন মহিলা যিনি পূর্ণ মন্ত্রী রূপে অর্থ বিভাগের দায়িত্ব পেলেন ৷ ১৯৭০-৭১ সালে প্রধানমন্ত্রীত্বের সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাতেন ইন্দিরা গান্ধি ৷Network 18 Creative
ইন্দিরা গান্ধির পর নির্মলা সীতারমণই প্রথম একজন মহিলা যিনি পূর্ণ মন্ত্রী রূপে অর্থ বিভাগের দায়িত্ব পেলেন ৷ ১৯৭০-৭১ সালে প্রধানমন্ত্রীত্বের সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাতেন ইন্দিরা গান্ধি ৷Network 18 Creative
advertisement
3/7
প্রথম মোদি সরকারের ক্যাবিনেটে ছিলেন প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী ৷ ১৯৮২ সালে ইন্দিরা গান্ধির পর বহুবছর বাদে একজন ভারতীয় মহিলার দায়িত্বে ছিল ভারতের সুরক্ষা ৷ এতদিন সফলভাবে সেই দায়িত্ব সম্পন্ন করার পর এবার ফের গুরুত্বপূর্ণ ও নয়া ভূমিকায় নির্মলা সীতারমণ ৷
প্রথম মোদি সরকারের ক্যাবিনেটে ছিলেন প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী ৷ ১৯৮২ সালে ইন্দিরা গান্ধির পর বহুবছর বাদে একজন ভারতীয় মহিলার দায়িত্বে ছিল ভারতের সুরক্ষা ৷ এতদিন সফলভাবে সেই দায়িত্ব সম্পন্ন করার পর এবার ফের গুরুত্বপূর্ণ ও নয়া ভূমিকায় নির্মলা সীতারমণ ৷
advertisement
4/7
প্রথম মোদি সরকারের ক্যাবিনেটে ছিলেন প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী ৷ ১৯৮২ সালে ইন্দিরা গান্ধির পর বহুবছর বাদে একজন ভারতীয় মহিলার দায়িত্বে ছিল ভারতের সুরক্ষা ৷ এতদিন সফলভাবে সেই দায়িত্ব সম্পন্ন করার পর এবার ফের গুরুত্বপূর্ণ ও নয়া ভূমিকায় নির্মলা সীতারমণ ৷Photo : PTI
প্রথম মোদি সরকারের ক্যাবিনেটে ছিলেন প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী ৷ ১৯৮২ সালে ইন্দিরা গান্ধির পর বহুবছর বাদে একজন ভারতীয় মহিলার দায়িত্বে ছিল ভারতের সুরক্ষা ৷ এতদিন সফলভাবে সেই দায়িত্ব সম্পন্ন করার পর এবার ফের গুরুত্বপূর্ণ ও নয়া ভূমিকায় নির্মলা সীতারমণ ৷Photo : PTI
advertisement
5/7
আজ সফল রাজনীতিবিদ, সাংসদ ও সর্বপরি একজন কেন্দ্রীয় মন্ত্রী ৷ নির্মলা সীতারমণের পেশাগত জীবনের শুরু হয়েছিল একজন সেলস গার্ল হিসেবে ৷
আজ সফল রাজনীতিবিদ, সাংসদ ও সর্বপরি একজন কেন্দ্রীয় মন্ত্রী ৷ নির্মলা সীতারমণের পেশাগত জীবনের শুরু হয়েছিল একজন সেলস গার্ল হিসেবে ৷
advertisement
6/7
এরপর দীর্ঘ দিনের সঙ্গী ডঃ পরাকালা প্রভাকরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নির্মলা সীতারমণ ৷ জওহরলাল নেহেরু ইউনির্ভাসিটিতেই তাঁর সঙ্গে পরিচয় নির্মলা সীতারমণের ৷ এরপর পিএইড ডিগ্রির জন্য লন্ডনে যান ডঃ প্রভাকর ৷ স্বামীর সঙ্গেই টেমসের পাড়ে সংসার পাতেন নির্মলা ৷ রাইজিং ইন্ডিয়ার মঞ্চে নির্মলা সীতারমণ (Photo: News18)
এরপর দীর্ঘ দিনের সঙ্গী ডঃ পরাকালা প্রভাকরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নির্মলা সীতারমণ ৷ জওহরলাল নেহেরু ইউনির্ভাসিটিতেই তাঁর সঙ্গে পরিচয় নির্মলা সীতারমণের ৷ এরপর পিএইড ডিগ্রির জন্য লন্ডনে যান ডঃ প্রভাকর ৷ স্বামীর সঙ্গেই টেমসের পাড়ে সংসার পাতেন নির্মলা ৷ রাইজিং ইন্ডিয়ার মঞ্চে নির্মলা সীতারমণ (Photo: News18)
advertisement
7/7
সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, লন্ডনের এক হোম স্টোরে সেলস গার্লেরও কাজ করেছেন নির্মলা ৷ পরে অবশ্য তিনি লন্ডনে PricewaterhouseCoopers- সংস্থার সিনিয়র ম্যানেজার পোস্টে কাজ করতেন ৷ ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত জাতীয় মহিলা কমিশনের সদস্যও ছিলেন নির্মলা সীতারমণ ৷
সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, লন্ডনের এক হোম স্টোরে সেলস গার্লেরও কাজ করেছেন নির্মলা ৷ পরে অবশ্য তিনি লন্ডনে PricewaterhouseCoopers- সংস্থার সিনিয়র ম্যানেজার পোস্টে কাজ করতেন ৷ ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত জাতীয় মহিলা কমিশনের সদস্যও ছিলেন নির্মলা সীতারমণ ৷
advertisement
advertisement
advertisement