বন্ধুদের সঙ্গে নিয়ে বোনকে বারংবার ধর্ষণ ভাইয়ের! সন্তানের জন্ম দিল ১৪ বছরের নাবালিকা

Last Updated:
মেয়েটির এক নাবালক দাদা ও তার বন্ধুরা মিলে তাকে বারংবার ধর্ষণ করেছে । যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে ।
1/6
• হাজার প্রতিবাদ, বিক্ষোভ, আইন-আদালতেও বদলাচ্ছে না পরিস্থিতিটা । সমাজে মেয়েদের অবস্থা ফেরাতে সরকারের একাধিক প্রকল্প, প্রচারেও কাজ হচ্ছে না । আসলে সর্বনাশের বীজ পোঁতা রয়েছে ঘৃণ্য মানসিকতায় । যতদিন না পর্যন্ত বদলটা পরিবারের আঙিনা থেকে শুরু হচ্ছে ততদিন কন্যা ভ্রূণ হত্যা, পণ নেওয়া, ধর্ষণ, গার্হস্থ্য হিংসার মতো ঘটনা সম্ভবত আরও দেখতে হবে দেশবাসীকে । প্রতীকী চিত্র ।
• হাজার প্রতিবাদ, বিক্ষোভ, আইন-আদালতেও বদলাচ্ছে না পরিস্থিতিটা । সমাজে মেয়েদের অবস্থা ফেরাতে সরকারের একাধিক প্রকল্প, প্রচারেও কাজ হচ্ছে না । আসলে সর্বনাশের বীজ পোঁতা রয়েছে ঘৃণ্য মানসিকতায় । যতদিন না পর্যন্ত বদলটা পরিবারের আঙিনা থেকে শুরু হচ্ছে ততদিন কন্যা ভ্রূণ হত্যা, পণ নেওয়া, ধর্ষণ, গার্হস্থ্য হিংসার মতো ঘটনা সম্ভবত আরও দেখতে হবে দেশবাসীকে । প্রতীকী চিত্র ।
advertisement
2/6
• এ বারের ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগপুর জেলায় । গত রবিবার এক নাবালিকা কিশোরী সন্তানের জন্ম দেওয়ার পর সোমবার গোটা বিষয়টি দিনের আলোয় আসে । প্রতীকী চিত্র ।
• এ বারের ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগপুর জেলায় । গত রবিবার এক নাবালিকা কিশোরী সন্তানের জন্ম দেওয়ার পর সোমবার গোটা বিষয়টি দিনের আলোয় আসে । প্রতীকী চিত্র ।
advertisement
3/6
• জানা গিয়েছে, ১৪ বছরের এক নাবালিকা কিশোরী গত রবিবার আজমীরের জেনানা হাসপাতালে সুস্থ ভাবে সন্তান প্রসব করে । হাসপাতালের তরফে জানা যায়, মেয়েটি অবিবাহিত এবং নাবালিকা । এরপরেই বিষয়টি পুলিশে জানানো হয় । প্রতীকী চিত্র ।
• জানা গিয়েছে, ১৪ বছরের এক নাবালিকা কিশোরী গত রবিবার আজমীরের জেনানা হাসপাতালে সুস্থ ভাবে সন্তান প্রসব করে । হাসপাতালের তরফে জানা যায়, মেয়েটি অবিবাহিত এবং নাবালিকা । এরপরেই বিষয়টি পুলিশে জানানো হয় । প্রতীকী চিত্র ।
advertisement
4/6
• পাড়ুকালান থানার স্টেশন হাউজ অফিসার নরত্তম সিং জানান, মেয়েটির পরিবারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাঁরা শিকার করেছে মেয়েটি একাধিকবার ধর্ষিত হয়েছিল । প্রতীকী চিত্র ।
• পাড়ুকালান থানার স্টেশন হাউজ অফিসার নরত্তম সিং জানান, মেয়েটির পরিবারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাঁরা শিকার করেছে মেয়েটি একাধিকবার ধর্ষিত হয়েছিল । প্রতীকী চিত্র ।
advertisement
5/6
• মেয়েটির এক নাবালক দাদা ও তার বন্ধুরা মিলে তাকে বারংবার ধর্ষণ করেছে । যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে । পারিবারিক সম্মানহানির ভয়ে মেয়েটির পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেনি । ফলে গোটা বিষয়টিই এতদিন গোপন ছিল । প্রতীকী চিত্র ।
• মেয়েটির এক নাবালক দাদা ও তার বন্ধুরা মিলে তাকে বারংবার ধর্ষণ করেছে । যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে । পারিবারিক সম্মানহানির ভয়ে মেয়েটির পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেনি । ফলে গোটা বিষয়টিই এতদিন গোপন ছিল । প্রতীকী চিত্র ।
advertisement
6/6
• অভিযুক্ত ওই নাবালক ও তার ৪ সাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হবে । পাশাপাশি নাবালিকা ওই কিশোরী ও তার সদ্যোজাত সন্তানেরও শারীরিক পরীক্ষা করা হবে । সন্তানের পিতৃ পরিচয় জানতে সকলের ডিএনএ টেস্টও করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। প্রতীকী চিত্র ।
• অভিযুক্ত ওই নাবালক ও তার ৪ সাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হবে । পাশাপাশি নাবালিকা ওই কিশোরী ও তার সদ্যোজাত সন্তানেরও শারীরিক পরীক্ষা করা হবে । সন্তানের পিতৃ পরিচয় জানতে সকলের ডিএনএ টেস্টও করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। প্রতীকী চিত্র ।
advertisement
advertisement
advertisement