ধুপ-ধুনো দিয়ে নারকেল ফাটিয়ে ভোট দিলেন এই মন্ত্রী, ভাইরাল ছবি

Last Updated:
1/5
মোটের উপর শান্তিতেই কেটেছে ছত্তীসগড়ের দ্বিতীয় দফার নির্বাচন ৷ EVM কারচুপির অভিযোগেও শেষ দফায় ৭১.৯৩% ভোট ছত্তীসগড়ে ৷ কিন্তু শান্তিপূর্ণ ভোট হলেও আজব কাণ্ড ঘটতে দেখা গিয়েছে ছত্তীসগড়ে ৷
মোটের উপর শান্তিতেই কেটেছে ছত্তীসগড়ের দ্বিতীয় দফার নির্বাচন ৷ EVM কারচুপির অভিযোগেও শেষ দফায় ৭১.৯৩% ভোট ছত্তীসগড়ে ৷ কিন্তু শান্তিপূর্ণ ভোট হলেও আজব কাণ্ড ঘটতে দেখা গিয়েছে ছত্তীসগড়ে ৷
advertisement
2/5
ইভিএমে ভোট দেওয়ার আগে বুথ কেন্দ্রে পুজো করছেন এক মন্ত্রী ৷ সেই দৃশ্যই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ৷ আর যার জেরে আপাতত সোশ্যাল মিডিয়ায় শীর্ষে রয়েছেন মন্ত্রী দয়ালদাস বাঘলে ৷
ইভিএমে ভোট দেওয়ার আগে বুথ কেন্দ্রে পুজো করছেন এক মন্ত্রী ৷ সেই দৃশ্যই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ৷ আর যার জেরে আপাতত সোশ্যাল মিডিয়ায় শীর্ষে রয়েছেন মন্ত্রী দয়ালদাস বাঘলে ৷
advertisement
3/5
বেমতরা বিধানসভা কেন্দ্র থেকে ভোট দিয়েছেন দয়ালদাস ৷ হাতে নারকেল এবং ধূপকাঠি নিয়ে কেন্দ্রে ঢুকলেন তিনি ৷ বুথে হাজির সকলেই তখন হতবাক ৷ এরপর আসতে সহকর্মীদের নিয়ে এগিয়ে এলেন তিনি ৷
বেমতরা বিধানসভা কেন্দ্র থেকে ভোট দিয়েছেন দয়ালদাস ৷ হাতে নারকেল এবং ধূপকাঠি নিয়ে কেন্দ্রে ঢুকলেন তিনি ৷ বুথে হাজির সকলেই তখন হতবাক ৷ এরপর আসতে সহকর্মীদের নিয়ে এগিয়ে এলেন তিনি ৷
advertisement
4/5
বুথকেন্দ্রের দরজায় নারকেল ফাটালেন ৷ শুধু তাই নয় ৷ গোটা বুথকেন্দ্রেই ধুপকাঠি দেখালেন তিনি ৷ ‘বুথ-পুজো’ সম্পন্ন হওয়ার পরই ভোট দিলেন দয়ালদাস ৷
বুথকেন্দ্রের দরজায় নারকেল ফাটালেন ৷ শুধু তাই নয় ৷ গোটা বুথকেন্দ্রেই ধুপকাঠি দেখালেন তিনি ৷ ‘বুথ-পুজো’ সম্পন্ন হওয়ার পরই ভোট দিলেন দয়ালদাস ৷
advertisement
5/5
 ভিএম কারচুপি, ভোটার লিস্টে নাম উধাও-সহ নানা অভিযোগের মধ্যেই ছত্তীসগড়ের শেষ পর্যায়ের নির্বাচনে ৭১.৯৩ শতাংশ ভোট পড়ল৷ সকালের দিকে ধীর গতিতে শুরু হলেও, বেলা বাড়তেই ভোটারদের লাইন বাড়তে থাকে৷ যার নির্যাস, ৭২টি আসনে ৭০ শতাংশের বেশি ভোট৷
ভিএম কারচুপি, ভোটার লিস্টে নাম উধাও-সহ নানা অভিযোগের মধ্যেই ছত্তীসগড়ের শেষ পর্যায়ের নির্বাচনে ৭১.৯৩ শতাংশ ভোট পড়ল৷ সকালের দিকে ধীর গতিতে শুরু হলেও, বেলা বাড়তেই ভোটারদের লাইন বাড়তে থাকে৷ যার নির্যাস, ৭২টি আসনে ৭০ শতাংশের বেশি ভোট৷
advertisement
advertisement
advertisement