রিয়াজ নায়েকু এনকাউন্টারে মৃত, ২৬ বছরের চিকিৎসক যে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের ভয়ঙ্কর মুখ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে একেবারে তৈরি নয়া এই জঙ্গি নেতা
advertisement
গত সপ্তাহ থেকে লাগাতার সংঘর্ষের পর অবশেষে ভারতীয় সেনাবাহিনী সাফল্য পায় কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের মূল স্তম্ভ রিয়াজ নায়কুকেক হত্যা করা হয়৷ এনকাউন্টারে তার মৃত্যু হয় ৷ বুরবান বানি -র মারা যাওয়ার পর জঙ্গিঘাটিতে পোস্টার বয় হয়েছিল রিয়াজ ৷ তার নামে ১২ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত হয়েছিল ৷ নায়কু-র মৃত্যুর পর গাজী এখন হিজবুলের দায়িত্ব সামলাবে৷ কী কারণে তাঁকে বেছে নেওয়া হয়েছে তারও অনেকগুলো কারণ আছে ৷
advertisement
নায়কু-র মতো এও কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা ৷ মঙ্গলপোড়া গ্রামে বড় হয়ে ওঠা এই জঙ্গি ছোটবেলায় আর পাঁচটা শিশুর মতোই ছিল ৷ পুলওয়ামাতে বায়োমেডিক্যাল করার পর শ্রীনগরের ইন্সটিটিউট অফ ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি -র রিসার্চে সহায়ক হিসাবে যোগ দেয় ৷ এই সময়েই রিয়াজুর সঙ্গে তার দেখা হয় ৷
advertisement
advertisement
advertisement