গত সপ্তাহ থেকে লাগাতার সংঘর্ষের পর অবশেষে ভারতীয় সেনাবাহিনী সাফল্য পায় কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের মূল স্তম্ভ রিয়াজ নায়কুকেক হত্যা করা হয়৷ এনকাউন্টারে তার মৃত্যু হয় ৷ বুরবান বানি -র মারা যাওয়ার পর জঙ্গিঘাটিতে পোস্টার বয় হয়েছিল রিয়াজ ৷ তার নামে ১২ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত হয়েছিল ৷ নায়কু-র মৃত্যুর পর গাজী এখন হিজবুলের দায়িত্ব সামলাবে৷ কী কারণে তাঁকে বেছে নেওয়া হয়েছে তারও অনেকগুলো কারণ আছে ৷
নায়কু-র মতো এও কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা ৷ মঙ্গলপোড়া গ্রামে বড় হয়ে ওঠা এই জঙ্গি ছোটবেলায় আর পাঁচটা শিশুর মতোই ছিল ৷ পুলওয়ামাতে বায়োমেডিক্যাল করার পর শ্রীনগরের ইন্সটিটিউট অফ ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি -র রিসার্চে সহায়ক হিসাবে যোগ দেয় ৷ এই সময়েই রিয়াজুর সঙ্গে তার দেখা হয় ৷