Meghalaya Couple Missing Case: মেঘালয়ে বাঙালির সবচেয়ে প্রিয় জায়গাতেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা! কুপিয়ে খুন স্বামীকে, আর স্ত্রীর কী হল? কোন জায়গা জানেন? নাম শুনে চমকে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Meghalaya Couple Missing Case: জানা গিয়েছে, গত ১৯ মে ইনদওরের যুবক রাজা রঘুবংশীর সঙ্গে সোনমের বিয়ে হয়েছিল। গত ২০ মে স্ত্রীকে নিয়ে মেঘালয়ের উদ্দেশে পাড়ি দেন রাজা। ২৩ মে পৌঁছোন চেরাপুঞ্জিতে।
advertisement
advertisement
advertisement
advertisement
মেঘালয়ের পূর্ব খাসি হিলের সোহরা এলাকা যা চেরাপুঞ্জি নামে পরিচিত, সেখান থেকে নিখোঁজ হয়েছিলেন সস্ত্রীক রাজ রঘুবংশী। মধ্যপ্রদেশের ইন্দোরের ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ কুমার ত্রিপাঠী বলেন,' সোমবার মেঘালয় পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করেছে, যা রাজা রঘুবংশীর বলে শনাক্ত করেছেন তার ভাই বিপিন রঘুবংশী। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সময় এবং অন্যান্য বিবরণ জানা যাবে। সোনম রঘুবংশীর সম্পর্কে এখনও পর্যন্ত কোনও সূত্র পায়নি পুলিশ।'
advertisement
কোথায় রয়েছে রাজের স্ত্রী সোনম? কী ঘটেছে তাঁদের সঙ্গে? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে সোনমের খোঁজে রয়েছে প্রশাসন। এদিকে, রাজার বাড়ির তরফে জানানো হয়েছে, বহু দিন ধরেই রাজার পরিবারের ট্রান্সপোর্টের ব্যবসা। গত ১১ মে রাজার বিয়ে হয় সোনমের সঙ্গে। তারপর তাঁরা মেঘালয় যান হানিমুনে। আর সেখানে যেতেই গত ২৩ মে থেকে হদিশ মেলেনি ২ জনের।
advertisement
advertisement