১৭ সুন্দরীর নয়া বিশ্বরেকর্ড, শরীর ছাড়িয়ে মাটিতে লোটায় ‘এই’ কেশবতীর চুল, কোন সিক্রেটে এত লম্বা চুল!!!

Last Updated:
নরেন্দ্র মোদির রাজ্যের মেয়ের নয়া নজির
1/6
মাত্র বছর ছ'য়েকের ছিলেন তিনি ৷ তখন কেউ একবার তাঁর চুল বাজেভাবে কাঁচি দিয়ে কেটে দিয়েছিল ৷ আর এরই বদলা তিনি নিলেন এভাবে ৷ আর চুলই কাটলেন না তিনি ৷ আর এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে লম্বা চুলের মালকিন কিশোরী গুজরাতের নীলাংশি প্যাটেল ৷Photo Courtesy- Guniess Book of World Record/ Instagram
মাত্র বছর ছ'য়েকের ছিলেন তিনি ৷ তখন কেউ একবার তাঁর চুল বাজেভাবে কাঁচি দিয়ে কেটে দিয়েছিল ৷ আর এরই বদলা তিনি নিলেন এভাবে ৷ আর চুলই কাটলেন না তিনি ৷ আর এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে লম্বা চুলের মালকিন কিশোরী গুজরাতের নীলাংশি প্যাটেল ৷Photo Courtesy- Guniess Book of World Record/ Instagram
advertisement
2/6
এই মুহূর্তে নীলাংশির চুলের দৈর্ঘ্য ১৯০ সেমি বা ৬ ফুট ২.৮ ইঞ্চি ৷ ১৭ বছরের নীলাংশিকে রাপুনজেল বলেও ডাকা হয় ৷ কারণ রূপকথার গল্পের সেই চরিত্রের চুল ছিল এতটাই লম্বা যে বাড়ির বারান্দা থেকে তা ফেলে দিলে তা বেয়ে রাজপুত্র উঠে আসতে পারত ৷ আর এই নীলাংশিরও চুল তাঁর দৈর্ঘ্যের চেয়েও বেশি লম্বা ৷Photo Courtesy- ANI/ Twitter
এই মুহূর্তে নীলাংশির চুলের দৈর্ঘ্য ১৯০ সেমি বা ৬ ফুট ২.৮ ইঞ্চি ৷ ১৭ বছরের নীলাংশিকে রাপুনজেল বলেও ডাকা হয় ৷ কারণ রূপকথার গল্পের সেই চরিত্রের চুল ছিল এতটাই লম্বা যে বাড়ির বারান্দা থেকে তা ফেলে দিলে তা বেয়ে রাজপুত্র উঠে আসতে পারত ৷ আর এই নীলাংশিরও চুল তাঁর দৈর্ঘ্যের চেয়েও বেশি লম্বা ৷Photo Courtesy- ANI/ Twitter
advertisement
3/6
২০১৮ সালে ২১ নভেম্বর তাঁর চুলের দৈর্ঘ্য ছিল ১৭.৫ সেমি ৷ সেসময়েই তিনি বিশ্বের সবচেয়ে লম্বা চুলের কিশোরী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন ৷ আর এই দু'বছরে সেটা আরও লম্বা হওয়ায় নজির আরও শক্তভাবে নিজের নামে করে নিলেন তিনি ৷Photo Courtesy- Guniess Book of World Record/ Instagram
২০১৮ সালে ২১ নভেম্বর তাঁর চুলের দৈর্ঘ্য ছিল ১৭.৫ সেমি ৷ সেসময়েই তিনি বিশ্বের সবচেয়ে লম্বা চুলের কিশোরী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন ৷ আর এই দু'বছরে সেটা আরও লম্বা হওয়ায় নজির আরও শক্তভাবে নিজের নামে করে নিলেন তিনি ৷Photo Courtesy- Guniess Book of World Record/ Instagram
advertisement
4/6
কোন সিক্রেটে এত লম্বা চুল প্রশ্নের উত্তরে নীলাংশি জানিয়েছেন তিনি বাড়িতে তৈরি তেল ব্যবহার করেন চুলের জন্য ৷ পাশাপাশি তাঁর মা তাঁর চুলে বিশেষ ও ’গোপন’ জরিবুটিও লিখে দেন ৷Photo Courtesy- ANI/ Twitter
কোন সিক্রেটে এত লম্বা চুল প্রশ্নের উত্তরে নীলাংশি জানিয়েছেন তিনি বাড়িতে তৈরি তেল ব্যবহার করেন চুলের জন্য ৷ পাশাপাশি তাঁর মা তাঁর চুলে বিশেষ ও ’গোপন’ জরিবুটিও লিখে দেন ৷Photo Courtesy- ANI/ Twitter
advertisement
5/6
কী করে চুলের যত্ন নেন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন সপ্তাহে একদিন চুল ধোন তিনি ৷ এরপর আধঘন্টা লাগে চুল শোকাতে এবং এক ঘন্টা লাগে চুলের জট ছাড়াতে ৷Photo Courtesy- Guniess Book of World Record/ Instagram
কী করে চুলের যত্ন নেন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন সপ্তাহে একদিন চুল ধোন তিনি ৷ এরপর আধঘন্টা লাগে চুল শোকাতে এবং এক ঘন্টা লাগে চুলের জট ছাড়াতে ৷Photo Courtesy- Guniess Book of World Record/ Instagram
advertisement
6/6
এত লম্বা চুল নিয়ে কী করে করেন পড়াশুনো তার উত্তরে তিনি জানিয়েছেন এই নিয়ে তাঁকে ভাবতেই হয় না ৷ কারণ তিনি আপন মনে বই পড়েন ও তাঁর মা পুরোপুরি চুলের যত্ন চালিয়ে যান ৷Photo Courtesy- ANI/ Twitter
এত লম্বা চুল নিয়ে কী করে করেন পড়াশুনো তার উত্তরে তিনি জানিয়েছেন এই নিয়ে তাঁকে ভাবতেই হয় না ৷ কারণ তিনি আপন মনে বই পড়েন ও তাঁর মা পুরোপুরি চুলের যত্ন চালিয়ে যান ৷Photo Courtesy- ANI/ Twitter
advertisement
advertisement
advertisement