Meerut Saurabh Murder Case: মেরঠে সৌরভ হত্যা মামলায় নয়া মোড়, মুসকানের অতীত নিয়ে চাঞ্চল্যকর বিবৃতি! পরিস্থিতি ক্রমশই হয়ে উঠছে আরও জটিল

Last Updated:
Meerut Saurabh Murder Case: সৌরভের ভাই জানিয়েছেন যে মুসকান ছায়াছবির নায়িকা হতে চেয়েছিলেন। যার জন্য তিনি একবার বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে একটি বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করা হয়েছিল এবং এর আগেও বাড়িতে এই নিয়ে বিবাদ চলত।
1/5
অবৈধ সম্পর্ক, বিপুল পরিমাণ টাকা, মাদক, কালো জাদু- গা শিউরে ওঠার জন্য যা যা দরকার, মেরঠের সৌরভ রাজপুত হত্যা মামলায় তার সবকটিই একে একে উঠে আসছে। ক্রমশই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। জেরা এবং বিবৃতিতে প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য। এবার যেমন প্রয়াত সৌরভের ভাই মুসকানের অতীত সম্পর্কে এক তথ্য দিলেন। বলাই বাহুল্য, তা যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে।
অবৈধ সম্পর্ক, বিপুল পরিমাণ টাকা, মাদক, কালো জাদু- গা শিউরে ওঠার জন্য যা যা দরকার, মেরঠের সৌরভ রাজপুত হত্যা মামলায় তার সবকটিই একে একে উঠে আসছে। ক্রমশই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। জেরা এবং বিবৃতিতে প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য। এবার যেমন প্রয়াত সৌরভের ভাই মুসকানের অতীত সম্পর্কে এক তথ্য দিলেন। বলাই বাহুল্য, তা যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
2/5
প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে অবৈধ সম্পর্ককেও একরকম ভাবে দেখতে গেলে মুসকানের অতীতের মধ্যে ফেলাই যায়! তবে, সেই বিষয়টি বহু পূর্বেই প্রকাশ্যে চলে এসেছে। এ নিয়ে নতুন করে আর কিছু বলার নেই! এবার সৌরভের ভাই জানিয়েছেন যে মুসকান ছায়াছবির নায়িকা হতে চেয়েছিলেন। যার জন্য তিনি একবার বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে একটি বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করা হয়েছিল এবং এর আগেও বাড়িতে এই নিয়ে বিবাদ চলত। এর ফলে পুলিশের কাছে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।
প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে অবৈধ সম্পর্ককেও একরকম ভাবে দেখতে গেলে মুসকানের অতীতের মধ্যে ফেলাই যায়! তবে, সেই বিষয়টি বহু পূর্বেই প্রকাশ্যে চলে এসেছে। এ নিয়ে নতুন করে আর কিছু বলার নেই! এবার সৌরভের ভাই জানিয়েছেন যে মুসকান ছায়াছবির নায়িকা হতে চেয়েছিলেন। যার জন্য তিনি একবার বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে একটি বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করা হয়েছিল এবং এর আগেও বাড়িতে এই নিয়ে বিবাদ চলত। এর ফলে পুলিশের কাছে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।
advertisement
3/5
পুলিশ আপাতত এই হত্যা মামলার সব দিক খতিয়ে দেখছে। সৌরভের হত্যার সঙ্গে যে জিনিসগুলো জড়িত, সেগুলো যেখান থেকে কেনা হয়েছিল, সেই সব দোকানদারদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে সিমেন্টের ড্রামে সৌরভের দেহ ভরে রাখা হয়েছিল, সেই ড্রাম-বিক্রেতা জানিয়েছেন যে, একজন মহিলা তাঁর কাছে এসে দর কষাকষি না করেই ১১০০ টাকায় ড্রামটি কিনে নেন।
পুলিশ আপাতত এই হত্যা মামলার সব দিক খতিয়ে দেখছে। সৌরভের হত্যার সঙ্গে যে জিনিসগুলো জড়িত, সেগুলো যেখান থেকে কেনা হয়েছিল, সেই সব দোকানদারদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে সিমেন্টের ড্রামে সৌরভের দেহ ভরে রাখা হয়েছিল, সেই ড্রাম-বিক্রেতা জানিয়েছেন যে, একজন মহিলা তাঁর কাছে এসে দর কষাকষি না করেই ১১০০ টাকায় ড্রামটি কিনে নেন।
advertisement
4/5
সৌরভকে প্রথমে ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল। যে দোকান থেকে ওষুধটি কেনা হয়েছিল, সেই মেডিকেল স্টোরের বিবৃতিও প্রকাশ্যে এসেছে। ওই মেডিকেল স্টোরের অপারেটরের কাছ থেকে জানা গিয়েছে যে, একজন মহিলা সেখান থেকে ওই ওষুধ কিনেছিলেন। তবে, যে ছুরি দিয়ে খুন করা হয়েছিল, তার বিক্রেতার দাবি, খুনে ব্যবহৃত ছুরিটি তাঁর দোকান থেকে কেনা হয়েছিল কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন!
সৌরভকে প্রথমে ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল। যে দোকান থেকে ওষুধটি কেনা হয়েছিল, সেই মেডিকেল স্টোরের বিবৃতিও প্রকাশ্যে এসেছে। ওই মেডিকেল স্টোরের অপারেটরের কাছ থেকে জানা গিয়েছে যে, একজন মহিলা সেখান থেকে ওই ওষুধ কিনেছিলেন। তবে, যে ছুরি দিয়ে খুন করা হয়েছিল, তার বিক্রেতার দাবি, খুনে ব্যবহৃত ছুরিটি তাঁর দোকান থেকে কেনা হয়েছিল কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন!
advertisement
5/5
সৌরভের ভাই যেমন এক দিকে মুসকান রস্তোগির নায়িকা হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন, তেমনই অন্য দিকে সৌরভের মা রেণু দেবী বলেন, কিছুই জানতেন না এই কথা বলে মুসকানের বাবা-মা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মুসকানের মা অপরাধ সম্পর্কে আগে থেকেই জানতেন। আইনি পদক্ষেপ থেকে নিজেকে বাঁচাতে তিনি থানায় গিয়েছিলেন। শুধু তাই নয়, সাংবাদিকদের কাছে রেণু দেবী এও দাবি করেন যে সৌরভের ছয় বছরের মেয়ে বাবার মৃত্যুর কথা জানত। তিনি বলেন, "আমরা কিছু লোকের কাছ থেকে জানতে পেরেছি যে সৌরভের মেয়ে বলছিল বাবা ড্রামে আছে!"
সৌরভের ভাই যেমন এক দিকে মুসকান রস্তোগির নায়িকা হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন, তেমনই অন্য দিকে সৌরভের মা রেণু দেবী বলেন, কিছুই জানতেন না এই কথা বলে মুসকানের বাবা-মা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মুসকানের মা অপরাধ সম্পর্কে আগে থেকেই জানতেন। আইনি পদক্ষেপ থেকে নিজেকে বাঁচাতে তিনি থানায় গিয়েছিলেন। শুধু তাই নয়, সাংবাদিকদের কাছে রেণু দেবী এও দাবি করেন যে সৌরভের ছয় বছরের মেয়ে বাবার মৃত্যুর কথা জানত। তিনি বলেন, "আমরা কিছু লোকের কাছ থেকে জানতে পেরেছি যে সৌরভের মেয়ে বলছিল বাবা ড্রামে আছে!"
advertisement
advertisement
advertisement