Meerut Murder: ধুরন্ধর সাহিল, নেশায় বুঁদ-খুনি, অন্যের বউকে নিয়ে প্রেমে মত্ত, জেলে ডেকে পাঠল নাপিতকে, কেটে ফেলল চুল, আর লুক ফেলল বদলে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sahil New Look: সাহিলের আর মুসকানের আবদার আর শেষ হচ্ছে না, জেলে রোজই নতুন দাবি দুই নৃশংস খুনি
: হোলির রঙে তখনও রঙিন দেশ৷ সব জায়গা থেকে রঙ তখনও নিজের মাদকতায় মাতিয়ে রেখেছিল৷ প্রভাবে ছিল যখন হঠাৎ মেরঠ থেকে একটি খুনের ঘটনা প্রকাশ্যে আসে, যা সবাইকে হতবাক করেছিল। এক স্ত্রী তার প্রেমিকের সঙ্গে তার মার্চেন্ট নেভি- স্বামীকে টুকরো টুকরো করে কেটে ফেলে । এরপর ওই টুকরোগুলি নীল ড্রামে ভরে তাতে সিমেন্ট ঢেলে দেওয়া হয়। এ হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর পুলিশ নিহতের স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে। দুজনেই এখন তাঁদের অপরাধের জন্য শাস্তির অপেক্ষায় কারাগারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement