ভারতের জনসংখ্যা ৩০ কোটি কমে হতে পারে ১০০ কোটি, বলছেন মার্কিন গবেষকরা
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
কেন এমন হতে চলেছে? হঠাৎ ৩০ কোটি লোক মুছে যাবে কীভাবে?
• মেডিক্যাল জার্নাল The Lancet–এ প্রকাশিত তথ্য সত্যিই অবাক করে দিয়েছে। আগামী ৮০ বছরে ভারতের জনসংখ্যার চেহারা কেমন হতে পারে তাই নিয়ে অবাক করা তথ্য দিয়েছে এই সংস্থা। সেখানে বলা হয়েছে সারা বিশ্বে জনসংখ্যা কমতে পারে ২০০ কোটি। আর ভারতের জনসংখ্যা ৩০ কোটি কমে হতে পারে ১০০ কোটি। তবে এটা আজ থেকে ৮০ বছর পরবর্তী সময়ের পরিসংখ্যান। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের প্রকাশিত একটি গবেষণাপত্রে এই বিষয়টি জানা গিয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
• জন্মহারের পরিমাণে আগের থেকে অনেক পরিবর্তন দেখা দিয়েছে দেশে। শেষ ৭০ বছরে গড় জন্মহারের পরিবর্তন হয়েছে চোখে পড়ার মতো। ১৯৫০ সালে একজন মহিলা পিছু জন্মহার ছিল ৫.৬ আর সেটাই ২০১৭ সালে এসে দাঁড়িয়েছে ২.১৪। আর গবেষণায় যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে ২১০০ সালে জন্মহার মহিলা পিছু কমে হতে পারে ১.২৯। ফলে ভারতের সংখ্যা কমতে পারে প্রায় ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement