সকালেই হয়ে গেল সন্ধ্যা, হু হু করে ধুলোর ঝড় বয়ে গেল, প্রবল বৃষ্টি শহরে, দেখে নিন ছবি

Last Updated:
সকালেই মিলল দুঃসহ গরম থেকে স্বস্তি
1/4
একটু একটু করে চড়ছিল তাপমাত্রার পারদ৷ আর রবিবার সকালেই তার থেকে মুক্তি পেয়ে গেলেন রাজধানীবাসী ৷ দিল্লিতে হঠাৎই রবিবার সকালেই প্রবল ঝড় ধেয়ে আসে ৷ সঙ্গী প্রবল বৃষ্টিও ৷ Photo-ANI Twitter
একটু একটু করে চড়ছিল তাপমাত্রার পারদ৷ আর রবিবার সকালেই তার থেকে মুক্তি পেয়ে গেলেন রাজধানীবাসী ৷ দিল্লিতে হঠাৎই রবিবার সকালেই প্রবল ঝড় ধেয়ে আসে ৷ সঙ্গী প্রবল বৃষ্টিও ৷ Photo-ANI Twitter
advertisement
2/4
আর এই প্রবল ঝড়বৃষ্টির জেরে দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমে গেল কয়েক ডিগ্রি ৷ Photo-ANI Twitter
আর এই প্রবল ঝড়বৃষ্টির জেরে দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমে গেল কয়েক ডিগ্রি ৷ Photo-ANI Twitter
advertisement
3/4
৪০ ডিগ্রি তাপমাত্রার পারদ পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে অস্বস্তি শুরু হয়েছিল ৷ কিন্তু আবহাওয়া দফতরের জারি করা বার্তা মিলে রবিবার সকালেই খানিকটা হলেও স্বস্তি ফিরল দিল্লিতে ৷ এদিকে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও এখনও তা হয়নি ফলে পশ্চিমবঙ্গে চরম অস্বস্তির অবস্থা জারি রয়েছে ৷ Photo-ANI Twitter
৪০ ডিগ্রি তাপমাত্রার পারদ পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে অস্বস্তি শুরু হয়েছিল ৷ কিন্তু আবহাওয়া দফতরের জারি করা বার্তা মিলে রবিবার সকালেই খানিকটা হলেও স্বস্তি ফিরল দিল্লিতে ৷ এদিকে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও এখনও তা হয়নি ফলে পশ্চিমবঙ্গে চরম অস্বস্তির অবস্থা জারি রয়েছে ৷ Photo-ANI Twitter
advertisement
4/4
এদিকে দিল্লির মৌসম ভবন জানিয়েছে জম্মু-কাশ্মীর-লাদাখ, গিলগিট, হিমাচল প্রদেশ , পঞ্জাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে ৷ Photo-ANI Twitter
এদিকে দিল্লির মৌসম ভবন জানিয়েছে জম্মু-কাশ্মীর-লাদাখ, গিলগিট, হিমাচল প্রদেশ , পঞ্জাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে ৷ Photo-ANI Twitter
advertisement
advertisement
advertisement