1/ 6


সাংসদে সম্প্রতি পাশ হয়েছে তিন তালাক আইন । তাৎক্ষণিক তিন তালাক এখন আইনত অপরাধ; তবে এর মধ্যেই উত্তরপ্রদেশে এক ব্যক্তির বিরুদ্ধে উঠল তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ ।
2/ 6


হরিয়ানার বাসিন্দা ইক্রমের সঙ্গে মথুরাপুরের জুমাইরতের বিয়ে হয়েছিল দু'বছর আগে । সেই সময় শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকা পণ দাবি করেছিলেন ইক্রম ।
3/ 6


পণের দাবি না মেটাতে পারায় জুমাইরতের উপর চলত অত্যাচার । সহ্য করতে না পেরে নিজের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন জুমাইরত। এরপর ওই দম্পতিকে মহিলা থানায় ডেকে পাঠানো হয় ।
4/ 6


পুলিশের সামনেই মধ্যস্থতায় রাজি হয়েছিলেন দু'জন কিন্তু সাব-ইনস্পেক্টর রুচি ত্যায়াগি জানিয়েছেন থানা থেকে বেরিয়েই জুমারতকে তিন তালাক দেন ইক্রম , কারণ জুমাইরতের মা জানিয়েছিলেন এত টাকা পণ দেওয়ার সামর্থ্য তাঁর নেই ।