Makar Sankranti| ঘুড়ি ওড়াতে প্রয়োজন লাইসেন্স! না হলে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে জরিমানা

Last Updated:
২ বছর পর্যন্ত জেলও হতে পারে।
1/5
•অনুমতি বা লাইসেন্স ছাড়া ঘুড়ি ওড়ানো অপরাধ। সেই কারণে বিনা অনুমতিতে ঘুড়ি ওড়ালে জরিমানাও হতে পারে।
•অনুমতি বা লাইসেন্স ছাড়া ঘুড়ি ওড়ানো অপরাধ। সেই কারণে বিনা অনুমতিতে ঘুড়ি ওড়ালে জরিমানাও হতে পারে।
advertisement
2/5
•মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে এই প্রথা মানা হয়। এমনকী ৫-৬ দিন ধরে চলে এই ঘুড়ি ওড়ানোর উৎসব। সব শহরেই এই রীতি চলে আসছে। তবে...
•মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে এই প্রথা মানা হয়। এমনকী ৫-৬ দিন ধরে চলে এই ঘুড়ি ওড়ানোর উৎসব। সব শহরেই এই রীতি চলে আসছে। তবে...
advertisement
3/5
 •লাইসেন্স ছাড়া ঘুড়ি ওড়ালে হতে পারে প্রচুর টাকার জরিমানা। এমনই আইন রয়েছে। অর্থাৎ এই আইন অনুযায়ী অনুমতি ছাড়া ঘুড়ি ওড়ালে আইন লঙ্ঘন করা হবে এবং যা অপরাধ। এয়ারক্রাফ্ট অ্যাক্ট ১৯৩৪-২(১) -এ এটি উল্লেখ করা রয়েছে।
•লাইসেন্স ছাড়া ঘুড়ি ওড়ালে হতে পারে প্রচুর টাকার জরিমানা। এমনই আইন রয়েছে। অর্থাৎ এই আইন অনুযায়ী অনুমতি ছাড়া ঘুড়ি ওড়ালে আইন লঙ্ঘন করা হবে এবং যা অপরাধ। এয়ারক্রাফ্ট অ্যাক্ট ১৯৩৪-২(১) -এ এটি উল্লেখ করা রয়েছে।
advertisement
4/5
•ধারাতে উল্লেখ করা হয়েছে যে, হাওয়ায় উড়তে পারে এমন যা কিছু ( বিমান, ঘুড়ি, বেলুন, ফ্লাইং মেশিন) এর আওতায় পড়বে। দেশের বিভিন্ন জায়গায় এই আইন লঙ্ঘন করলেই হবে সমস্যা। তার ফলে লাইসেন্স ছাড়া ঘুড়ি ওড়ালে ১০ লক্ষ টাকা জরিমানা এবং ২ বছর পর্যন্ত জেলও হতে পারে।
•ধারাতে উল্লেখ করা হয়েছে যে, হাওয়ায় উড়তে পারে এমন যা কিছু ( বিমান, ঘুড়ি, বেলুন, ফ্লাইং মেশিন) এর আওতায় পড়বে। দেশের বিভিন্ন জায়গায় এই আইন লঙ্ঘন করলেই হবে সমস্যা। তার ফলে লাইসেন্স ছাড়া ঘুড়ি ওড়ালে ১০ লক্ষ টাকা জরিমানা এবং ২ বছর পর্যন্ত জেলও হতে পারে।
advertisement
5/5
•এই ধারা অনুযায়ী ঘুড়ি, বেলুন বা এই জাতীয় কিছু তৈরি, মেরামত এবং ওড়ানোর ক্ষেত্রে আইন মেনে চলতে হবে। আইন ভাঙলেই ১০ লাখ টাকা পর্যন্ত হবে জরিমানা। গত বছর এই ধারা সংশোধন করা হয়েছে। যদিও সেটা শুধুমাত্র বিমানের জন্য প্রজয্য হবে, ঘুড়ির জন্য নয়।
•এই ধারা অনুযায়ী ঘুড়ি, বেলুন বা এই জাতীয় কিছু তৈরি, মেরামত এবং ওড়ানোর ক্ষেত্রে আইন মেনে চলতে হবে। আইন ভাঙলেই ১০ লাখ টাকা পর্যন্ত হবে জরিমানা। গত বছর এই ধারা সংশোধন করা হয়েছে। যদিও সেটা শুধুমাত্র বিমানের জন্য প্রজয্য হবে, ঘুড়ির জন্য নয়।
advertisement
advertisement
advertisement