• সচেতনতার অভাব বারবার চোখে আঙুল দিয়ে আমাদের দোষগুলো দেখিয়ে দিলেও, শিক্ষা হয় না । নাবালিকা বিয়ে, পণ প্রথা, বৈবাহিক ধর্ষণ, প্রচুর সন্তানের জন্ম দেওয়া...এমনকি এই যুগেও বাড়িতে সন্তান প্রসব, এ সবকিছুই চলছে । প্রতীকী চিত্র ।
2/ 7
• সরকারের হরেক প্রকল্প, হাজার সচেতনতা প্রচার হওয়া সত্ত্বেও দেশবাসী রয়েছে সেই তিমিরেই । মধ্যপ্রদেশের এই ঘটনা যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল । প্রতীকী চিত্র ।
3/ 7
• ষোড়শতম বার মা হতে গিয়েছিলেন এক মহিলা । তাঁর বয়স ৪৫ বছর । এই বয়সে সন্তান জন্ম দেওয়ার মতো সক্ষমতা ছিল না তাঁর শরীরে । ফলে সন্তানের জন্ম দেওয়ার পরেই মৃত্যু হল মা ও তাঁর সদ্যোজাত শিশুপুত্রের । প্রতীকী চিত্র ।
4/ 7
• মধ্যপ্রদেশের দামহো জেলার পাড়াঝির গ্রামের ঘটনা । মৃত ওই প্রসূতি মায়ের নাম সুখরানি আহিরওয়ার । জানা গিয়েছে, এর আগে ১৫টি সন্তানের মা হয়েছেন তিনি । প্রতীকী চিত্র ।
5/ 7
• গত শনিবার বাড়িতেই সন্তান প্রসব করেছিলেন সুখরানি । একজন আশাকর্মী প্রসবের সময় তাঁকে সাহায্য করেছিলেন । তবে প্রসবের পরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । প্রতীকী চিত্র ।
6/ 7
• সঙ্গে সঙ্গে মা ও শিশুকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন । প্রতীকী চিত্র ।
7/ 7
• সুখরানিদেবীর ১৫ সন্তানের মধ্যে এখন বেঁচে রয়েছে মাত্র আটজন । জেলা মেডিক্যাল ও হেল্থ অফিসার ডঃ সঙ্গীতা ত্রিবেদী ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন । প্রতীকী চিত্র ।