• সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই ট্রেন ৷ নাম ‘Train-18’ বা ‘T-18’ ৷ চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোট ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি করা হয়েছে কোচগুলি ৷ এই রকম একটি ট্রেন তৈরি করতে সময় লাগে কমপক্ষে ৩ বছর ৷ প্রতিটি কোচের জন্য খরচ হয়েছে ৬.৫ কোটি টাকা ৷ ট্রেন তৈরির প্রায় ৮০-৯০ শতাংশ কাজই শেষ ৷