মধ্যবিত্তের জন্য সুখবর, দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের

Last Updated:
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার ফলে একই সঙ্গে দাম কমেছে পেট্রোল-ডিজেলেরও । গত ৮ মাসে আজ সবচেয়ে সস্তা পেট্রোল ও গত ৩ মাসের মধ্যে আজ সবথেকে সস্তা ডিজেল।
1/6
মধ্যবিত্তের স্বস্তি বাড়িয়ে শুক্রবারে সিলিন্ডার প্রতি কমল LPG গ্যাস সিলিন্ডারের দাম ।পেট্রোপণ্যের দাম কমার কারণে বাড়তি করের হারও কমেছে কিছুটা ফলে শুক্রবারে সিলিন্ডার পিছু  প্রায় ৬.৫২টাকা  দাম কমেছে। (ছবি: সংগৃহীত)
মধ্যবিত্তের স্বস্তি বাড়িয়ে শুক্রবারে সিলিন্ডার প্রতি কমল LPG গ্যাস সিলিন্ডারের দাম ।পেট্রোপণ্যের দাম কমার কারণে বাড়তি করের হারও কমেছে কিছুটা ফলে শুক্রবারে সিলিন্ডার পিছু প্রায় ৬.৫২টাকা দাম কমেছে। (ছবি: সংগৃহীত)
advertisement
2/6
 আজ থেকে নয়াদিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হতে চলেছে ৫০০.৯০ টাকা, একটি বিবৃতিতে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন । (ছবি: সংগৃহীত)
আজ থেকে নয়াদিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হতে চলেছে ৫০০.৯০ টাকা, একটি বিবৃতিতে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন । (ছবি: সংগৃহীত)
advertisement
3/6
একই বিবৃতিতে জানা গিয়েছে ভর্তুকিহীন বা Market Priced LPG এর দাম কমেছে সিলিন্ডার পিছু ১৩৩ টাকা ।নয়াদিল্লিতে ১৪.২কেজি সিলিন্ডারের দাম আজ থেকে ৮০৯.৫০ টাকা, যা আগে ছিল ৯৪২.৫০ টাকা প্রতি সিলিন্ডার । (ছবি: সংগৃহীত)
একই বিবৃতিতে জানা গিয়েছে ভর্তুকিহীন বা Market Priced LPG এর দাম কমেছে সিলিন্ডার পিছু ১৩৩ টাকা ।নয়াদিল্লিতে ১৪.২কেজি সিলিন্ডারের দাম আজ থেকে ৮০৯.৫০ টাকা, যা আগে ছিল ৯৪২.৫০ টাকা প্রতি সিলিন্ডার । (ছবি: সংগৃহীত)
advertisement
4/6
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার ফলে একই সঙ্গে দাম কমেছে পেট্রোল-ডিজেলেরও । গত ৮ মাসে আজ সবচেয়ে সস্তা পেট্রোল ও গত ৩ মাসের মধ্যে আজ সবথেকে সস্তা ডিজেল। (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার ফলে একই সঙ্গে দাম কমেছে পেট্রোল-ডিজেলেরও । গত ৮ মাসে আজ সবচেয়ে সস্তা পেট্রোল ও গত ৩ মাসের মধ্যে আজ সবথেকে সস্তা ডিজেল। (ছবি: সংগৃহীত)
advertisement
5/6
ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের উপভোক্তারা পাবেন ৩০৮.৬০ টাকা ভর্তুকি । ডিসেম্বর থেকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এই ভর্তুকি। (ছবি: সংগৃহীত)
ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের উপভোক্তারা পাবেন ৩০৮.৬০ টাকা ভর্তুকি । ডিসেম্বর থেকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এই ভর্তুকি। (ছবি: সংগৃহীত)
advertisement
6/6
১ নভেম্বরে ২.৯৪% বৃদ্ধি পেয়েছিল ভর্তুকিযুক্ত LPG সিলিন্ডারের দাম । যদিও গত কয়েক সপ্তাহ ধরে লাগাতারভাবে কমেছে জ্বালানির দাম, শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও । (ছবি: সংগৃহীত)
১ নভেম্বরে ২.৯৪% বৃদ্ধি পেয়েছিল ভর্তুকিযুক্ত LPG সিলিন্ডারের দাম । যদিও গত কয়েক সপ্তাহ ধরে লাগাতারভাবে কমেছে জ্বালানির দাম, শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও । (ছবি: সংগৃহীত)
advertisement
advertisement
advertisement