মধ্যবিত্তের পকেটে কোপ, ফের একধাক্কায় বাড়ল গ্যাসের দাম

Last Updated:
পয়লা সেপ্টেম্বর থেকে দেশের চারটি বড় শহরে ভর্তুকিবিহীন ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল।
1/5
মধ্যবিত্তের হেঁসেলে কোপ ৷ ফের এক ধাক্কায় বাড়ল গ্যাসের দাম ৷ শনিবার মধ্যরাত থেকে  কলকাতাতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ১৫.৫০ টাকা। যার ফলে গ্যাসের দাম ৬০১ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৬১৬.৫০ টাকা।
মধ্যবিত্তের হেঁসেলে কোপ ৷ ফের এক ধাক্কায় বাড়ল গ্যাসের দাম ৷ শনিবার মধ্যরাত থেকে কলকাতাতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ১৫.৫০ টাকা। যার ফলে গ্যাসের দাম ৬০১ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৬১৬.৫০ টাকা।
advertisement
2/5
শনিবার মধ্যরাত থেকেই লাগু হয়েছে এই নতুন দাম। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন নিজেদের ওয়েবসাইটে এই সিলিন্ডারের দামের নতুন তালিকা প্রকাশ করেছে ।
শনিবার মধ্যরাত থেকেই লাগু হয়েছে এই নতুন দাম। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন নিজেদের ওয়েবসাইটে এই সিলিন্ডারের দামের নতুন তালিকা প্রকাশ করেছে ।
advertisement
3/5
পয়লা সেপ্টেম্বর থেকে দেশের চারটি বড় শহরে ভর্তুকিবিহীন ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। কলকাতা বাদে দিল্লি, মুম্বই ও চেন্নাইতেও বেড়েছে রান্নার গ্যাসের দাম ৷
পয়লা সেপ্টেম্বর থেকে দেশের চারটি বড় শহরে ভর্তুকিবিহীন ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। কলকাতা বাদে দিল্লি, মুম্বই ও চেন্নাইতেও বেড়েছে রান্নার গ্যাসের দাম ৷
advertisement
4/5
 ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাকি শহরগুলিতে দাঁড়াল, দিল্লি–৫৯০ টাকা,  মুম্বই–৫২৬ টাকা এবং চেন্নাই–৬০৬.৫০ টাকা।  photo source collected
ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাকি শহরগুলিতে দাঁড়াল, দিল্লি–৫৯০ টাকা, মুম্বই–৫২৬ টাকা এবং চেন্নাই–৬০৬.৫০ টাকা। photo source collected
advertisement
5/5
এমনকী ১৯ কেজি নন-ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে ৫১ টাকা। শহর পিছু এই দাম বেড়ে হল যথাক্রমে–দিল্লি–১০৫৪.৫০ টাকা, কলকাতা –১১১৪.৫০ টাকা, মুম্বই–১০০৮.৫০ টাকা এবং চেন্নাই–১১৭৪.৫০ টাকা হয়েছে।
এমনকী ১৯ কেজি নন-ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে ৫১ টাকা। শহর পিছু এই দাম বেড়ে হল যথাক্রমে–দিল্লি–১০৫৪.৫০ টাকা, কলকাতা –১১১৪.৫০ টাকা, মুম্বই–১০০৮.৫০ টাকা এবং চেন্নাই–১১৭৪.৫০ টাকা হয়েছে।
advertisement
advertisement
advertisement