'ফিরে এসো, আমরা মেনে নিয়েছি...' শুনেই বাড়ি ফিরছিল আনন্দে আত্মহারা যুগল! নিমেষে যা ঘটল, ভালবাসা খান খান!
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Trending Desk
Last Updated:
Love Story: সাহারানপুরে আরও একটি যুগল একসঙ্গে থাকতে চেয়ে মর্মান্তিক পরিণতির শিকার। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে একসঙ্গে থাকার স্বপ্ন দেখছিলেন যুগল। কিন্তু বিধাতার এমন অমোঘ বিচার। শেষরক্ষা হল না। একের পর এক এমন ঘটনা ঘটতে থাকে যে শেষে...
advertisement
advertisement
advertisement
তাঁদের প্রেমের কথা পরিবার জেনে যায়, উভয় পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। এরপরেই ওই যুগল একসঙ্গে থাকার জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁরা দুজনেই ১২ মে বাড়ি থেকে পালিয়ে যান। এর পর, ১৩ মে মেয়েটির পরিবার দেওবন্দ থানায় মেয়েটিকে অপহরণের মামলা দায়ের করে। AI Generated Representative Image
advertisement
advertisement
advertisement
পরিবারের সম্মতি পেয়ে আনন্দে তাঁরা হরিদ্বার থেকে ফিরে আসার পরেই আসে গল্পে ট্যুইস্ট। বাড়ি ফিরতে না ফিরতেই পুলিশ তাঁদের ধাওয়া করে। গাড়িতে বসে থাকা সাদা পোশাকের পুলিশ তাঁকে থামতে বলে, কিন্তু দ্রুত গাড়ি চালানোর সময় হর্ষিত দুর্ঘটনার শিকার হন। এর পর, দুজনেই গাড়ি থেকে নেমে দেওবন্দ ফ্লাইওভার থেকে লাফ দেন। Representative Image
advertisement
advertisement
পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে -এই ঘটনায় এসপি ট্রাফিক সিদ্ধার্থ ভার্মা পুরো ঘটনার তথ্য দিতে গিয়ে বলেন যে, ছেলে ও মেয়েটির নিখোঁজ হওয়ার পর, ১২ মে, মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে দেওবন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়। দেওবন্দ ফ্লাইওভারে ওই যুগল গাড়ি দুর্ঘটনার শিকার হন এবং এরপরই তারা দুজনেই ফ্লাইওভার থেকে লাফ দেন।
advertisement
এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁদের দুজনকেই খুঁজতে শুরু করে। পুলিশ কর্মকর্তারা ধাওয়া করা বা গুলি চালানোর কথা অস্বীকার করছেন। এসপি ট্রাফিক বলেন, মামলার অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেওয়া হবে। Rerpesentative Image