দেখে নিন অযোধ্যার সেই বিতর্কিত জমি, যেখানে আজ ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট

Last Updated:
#AyodhaVerdict : আযোধ্যা মামলার ঐতিহাসিক রায়, দেখে নিন কোথায় কী ছিল
1/5
শতাধিক বছর ধরে চলতে থাকা বিবাদ অবেশেষে তার ঐতিহাসিক রায় ৷ সর্বোচ্চ আদালত জানিয়েছে বিতর্কিত জমিতে অধিকার হিন্দুদের ৷ আর সুন্নি ওয়াকফকে অন্য জায়গায় ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
শতাধিক বছর ধরে চলতে থাকা বিবাদ অবেশেষে তার ঐতিহাসিক রায় ৷ সর্বোচ্চ আদালত জানিয়েছে বিতর্কিত জমিতে অধিকার হিন্দুদের ৷ আর সুন্নি ওয়াকফকে অন্য জায়গায় ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
2/5
১৯৯৩ সালে ২.৩৩ একর বিতর্কিত জমি সরকার অধিগ্রহণ করে নেয় ৷ এছাড়াও আশপাশের ৬৭ একর জমিও নিয়েছিল তারা ৷ এরমধ্যে ৪৩ একর জমি ট্রাস্টের নামে ছিল ৷
১৯৯৩ সালে ২.৩৩ একর বিতর্কিত জমি সরকার অধিগ্রহণ করে নেয় ৷ এছাড়াও আশপাশের ৬৭ একর জমিও নিয়েছিল তারা ৷ এরমধ্যে ৪৩ একর জমি ট্রাস্টের নামে ছিল ৷
advertisement
3/5
১৯৯২ সালে বিতর্কিত জমিতে শুরু হয়েছিল বিবাদ ৷ ২.৭৭ একর জমিতে রামলালা বিরাজমান ছিলেন, এছাড়াও এখানে ছিল সীতার রান্নাঘর, সিংহদ্বার, ভান্ডার, হনুমান দ্বার, ও রাম চবুতরা রয়েছে ৷
১৯৯২ সালে বিতর্কিত জমিতে শুরু হয়েছিল বিবাদ ৷ ২.৭৭ একর জমিতে রামলালা বিরাজমান ছিলেন, এছাড়াও এখানে ছিল সীতার রান্নাঘর, সিংহদ্বার, ভান্ডার, হনুমান দ্বার, ও রাম চবুতরা রয়েছে ৷
advertisement
4/5
এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরে রাম চবুতরা, সীতার রান্নাঘর, আর ভান্ডার নির্মোহী আখড়াকে দেওয়া হয়েছিল ৷
এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরে রাম চবুতরা, সীতার রান্নাঘর, আর ভান্ডার নির্মোহী আখড়াকে দেওয়া হয়েছিল ৷
advertisement
5/5
গুগল ম্যাপে সরকারের অধিগ্রহণ করা জমি লাল সীমা দিয়ে দেখাত ৷
গুগল ম্যাপে সরকারের অধিগ্রহণ করা জমি লাল সীমা দিয়ে দেখাত ৷
advertisement
advertisement
advertisement