হাই অ্যালার্ট জারি! রাজধানী দিল্লির দিকে উড়ে যেতে পারে পঙ্গপাল, ছাড়খাড় হবে সব

Last Updated:
তারা যা খায় তা৩৫হাজার মানুষের একদিনের খাবার৷ লকডাউনে একে আর্থিক টানাপোড়েন৷ তার মধ্যে এভাবে যদি ক্ষেতের পর ক্ষেত তারা নষ্ট করে তাহলে জোগানে টান পড়তে পারে বলেই আশঙ্কা৷
1/7
▪️হাওয়ার গতি যদি পঙ্গপালের সহায় থাকে তাহলে তারা উড়ে যেতে পারে রাজধানী দিল্লির দিকে৷ এই আশঙ্কাই করা হচ্ছে৷ সোমবার রাজস্থানের জয়পুর শহরে তছনছ করার পর এবার তাদের গন্তব্য হতে পারে রাজধানী৷ ফলে হাই অ্যালার্ট জারি হয়েছে দিল্লিজুড়ে৷
▪️হাওয়ার গতি যদি পঙ্গপালের সহায় থাকে তাহলে তারা উড়ে যেতে পারে রাজধানী দিল্লির দিকে৷ এই আশঙ্কাই করা হচ্ছে৷ সোমবার রাজস্থানের জয়পুর শহরে তছনছ করার পর এবার তাদের গন্তব্য হতে পারে রাজধানী৷ ফলে হাই অ্যালার্ট জারি হয়েছে দিল্লিজুড়ে৷
advertisement
2/7
▪️ইতিমধ্যেই দেশের পশ্চিম প্রান্তে গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সক্রিয় রয়েছে পঙ্গপালের দল৷ যা নিয়ে আতঙ্ক বেড়েছে৷ সাধারণত জুন মাসে এদের দেখা মেলে রাজস্থানের পশ্চিম দিকে এবং গুজরাতে৷ তবে এবার অনেকটা আগেই তাদের দেখা মিলছে৷
▪️ইতিমধ্যেই দেশের পশ্চিম প্রান্তে গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সক্রিয় রয়েছে পঙ্গপালের দল৷ যা নিয়ে আতঙ্ক বেড়েছে৷ সাধারণত জুন মাসে এদের দেখা মেলে রাজস্থানের পশ্চিম দিকে এবং গুজরাতে৷ তবে এবার অনেকটা আগেই তাদের দেখা মিলছে৷
advertisement
3/7
▪️একদিনে ৩৫হাজার মানুষের খাবার খেয়ে নিতে পারে এই পঙ্গপাল৷ লকডাউনে একে আর্থিক টানাপোড়েন৷ তার মধ্যে এভাবে যদি ক্ষেতের পর ক্ষেত তারা নষ্ট করে তাহলে জোগানে টান পড়তে পারে বলেই আশঙ্কা৷
▪️একদিনে ৩৫হাজার মানুষের খাবার খেয়ে নিতে পারে এই পঙ্গপাল৷ লকডাউনে একে আর্থিক টানাপোড়েন৷ তার মধ্যে এভাবে যদি ক্ষেতের পর ক্ষেত তারা নষ্ট করে তাহলে জোগানে টান পড়তে পারে বলেই আশঙ্কা৷
advertisement
4/7
▪️আবহাওয়া দফতরের থেকে তথ্য চাওয়া হয়েছে৷ তারা জানিয়েছে যে যেদিকে হাওয়ার গতি, তাতে দিল্লির দিকে উড়ে আসতেই পারে এই পঙ্গপালের দল৷ দিল্লিতে কোনও চাষের খেত নেই, কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে৷ প্রায় ২২%  সবুজ ছাড়খাড় করতে পারে এই ভয়ঙ্কর কিট৷
▪️আবহাওয়া দফতরের থেকে তথ্য চাওয়া হয়েছে৷ তারা জানিয়েছে যে যেদিকে হাওয়ার গতি, তাতে দিল্লির দিকে উড়ে আসতেই পারে এই পঙ্গপালের দল৷ দিল্লিতে কোনও চাষের খেত নেই, কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে৷ প্রায় ২২% সবুজ ছাড়খাড় করতে পারে এই ভয়ঙ্কর কিট৷
advertisement
5/7
▪️এর পাশাপাশি জলে ও রেল লাইনের ক্ষতিও করছে পঙ্গপাল৷ একটি পঙ্গপাল প্রায় ৫০০ ডিম পারতে সক্ষম৷ এসে রেল লাইন পিচ্ছিল হয়ে যাচ্ছে এবং কুয়োর জল নষ্ট হচ্ছে৷
▪️এর পাশাপাশি জলে ও রেল লাইনের ক্ষতিও করছে পঙ্গপাল৷ একটি পঙ্গপাল প্রায় ৫০০ ডিম পারতে সক্ষম৷ এসে রেল লাইন পিচ্ছিল হয়ে যাচ্ছে এবং কুয়োর জল নষ্ট হচ্ছে৷
advertisement
6/7
▪️শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশের ১০টি জেলাও লাল সতর্কতা জারি হয়েছে৷
▪️শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশের ১০টি জেলাও লাল সতর্কতা জারি হয়েছে৷
advertisement
7/7
 ▪️একদিকে করোনা মহামারী ভয়ে কাঁটা হয়ে রয়েছে গোটা দেশ, লকডাউনে দেশের অর্থনীতির হাল বেহাল৷ তার ওপর পঙ্গপালের আক্রমণে নষ্ট হবে শস্য৷ সে কারণে তাদের তাড়াতাড়ি তাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার৷
▪️একদিকে করোনা মহামারী ভয়ে কাঁটা হয়ে রয়েছে গোটা দেশ, লকডাউনে দেশের অর্থনীতির হাল বেহাল৷ তার ওপর পঙ্গপালের আক্রমণে নষ্ট হবে শস্য৷ সে কারণে তাদের তাড়াতাড়ি তাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার৷
advertisement
advertisement
advertisement