In Pics: রেডস ঝড়ে উড়ে গেল রোমা, জোড়া গোলে ম্যাচের রাজা সালাহ

Last Updated:
1/7
বহু বছর বাদে ইউরোপ সেরার খেতাবি লড়াইয়ে ইংলিশ ফুটবলের দাপট ৷ প্রতিপক্ষ রোমা বার্সেলোনাকে ছিটকে দিয়ে চমক দিয়েছিল ৷ কিন্তু ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের বিরুদ্ধে ৫-২ গোলে অসহায়ভাবে হারল তারা ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
বহু বছর বাদে ইউরোপ সেরার খেতাবি লড়াইয়ে ইংলিশ ফুটবলের দাপট ৷ প্রতিপক্ষ রোমা বার্সেলোনাকে ছিটকে দিয়ে চমক দিয়েছিল ৷ কিন্তু ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের বিরুদ্ধে ৫-২ গোলে অসহায়ভাবে হারল তারা ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
advertisement
2/7
৩৫ মিনিটে প্রথম গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মহম্মদ সালহা ৷ ঘরের মাঠ অ্যানফিল্ডে এক অসাধারণ গোল করেন রেডসের তারকা ৷ তাঁকে সাহায্যকারী হিসেবে ফিরমিনো থাকলেও কৃতিত্ব শুধুমাত্র সালাহা-র ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
৩৫ মিনিটে প্রথম গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মহম্মদ সালহা ৷ ঘরের মাঠ অ্যানফিল্ডে এক অসাধারণ গোল করেন রেডসের তারকা ৷ তাঁকে সাহায্যকারী হিসেবে ফিরমিনো থাকলেও কৃতিত্ব শুধুমাত্র সালাহা-র ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
advertisement
3/7
৪৫ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান তিনিই ৷ ফিরমিনো-সালহা যুগলবন্দিতে ছিন্নভিন্ন রোমা রক্ষণ ৷ মিশরীয় সালহার জাদুতে মুগ্ধ লিভারপুল ফ্যানরা ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
৪৫ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান তিনিই ৷ ফিরমিনো-সালহা যুগলবন্দিতে ছিন্নভিন্ন রোমা রক্ষণ ৷ মিশরীয় সালহার জাদুতে মুগ্ধ লিভারপুল ফ্যানরা ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
advertisement
4/7
প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে শেষ করলেও বিন্দুমাত্র মাত্র ম্যাচের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে চায়নি ইয়ুর্গেন ক্লপের ছেলেরা ৷  ৫৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করে দেন মানে ৷ দুরন্ত গতিতে ওঠেন রোমার প্রাক্তন সালহা ৷ তারপর মাপে মাপ কাট ব্যাক ৷ গোল করে যান মানে ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে শেষ করলেও বিন্দুমাত্র মাত্র ম্যাচের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে চায়নি ইয়ুর্গেন ক্লপের ছেলেরা ৷ ৫৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করে দেন মানে ৷ দুরন্ত গতিতে ওঠেন রোমার প্রাক্তন সালহা ৷ তারপর মাপে মাপ কাট ব্যাক ৷ গোল করে যান মানে ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
advertisement
5/7
৬১ মিনিটে কিয়েভের টিকিট কার্যত বুক করে ফেলল লিভারপুল এমনই পরিস্থিতি তৈরি হয়ে যায় ৷ গোল করেন রবের্তো ফিরমিনো ৷ এবার ফিরমিনোর সহায়ক সালহা ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
৬১ মিনিটে কিয়েভের টিকিট কার্যত বুক করে ফেলল লিভারপুল এমনই পরিস্থিতি তৈরি হয়ে যায় ৷ গোল করেন রবের্তো ফিরমিনো ৷ এবার ফিরমিনোর সহায়ক সালহা ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
advertisement
6/7
৬৮ মিনিটে লিভারপুলের স্কোরলাইন ৫-০ করে নেন ফিরমিনোই ৷ নিজের দ্বিতীয় গোলটি সেরে নেন তিনি ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
৬৮ মিনিটে লিভারপুলের স্কোরলাইন ৫-০ করে নেন ফিরমিনোই ৷ নিজের দ্বিতীয় গোলটি সেরে নেন তিনি ৷ Photo Courtesy:Liverpool /Twittter Handle
advertisement
7/7
৮১ মিনিটে ডেজকো রোমার হয়ে ব্যবধান কমান ৷ আর ৮৫ মিনিটে পেরোত্তি পেনাল্টি থেকে গোল করে আরও ব্যবধান কমানোর চেষ্টা করে ৷ কিন্তু সেটা রোমার ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না ৷ Photo Courtesy:Roma /Twittter Handle
৮১ মিনিটে ডেজকো রোমার হয়ে ব্যবধান কমান ৷ আর ৮৫ মিনিটে পেরোত্তি পেনাল্টি থেকে গোল করে আরও ব্যবধান কমানোর চেষ্টা করে ৷ কিন্তু সেটা রোমার ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না ৷ Photo Courtesy:Roma /Twittter Handle
advertisement
advertisement
advertisement