আধার-প্যান লিঙ্ক করুন জলদি, না হলে এসব সমস্যা পড়তে পারেন !

Last Updated:
সময়সীমা মিস করবেন না! ট্যুইট আয়কর বিভাগের
1/8
একাধিক বার কেন্দ্র সরকার আধার ও প্যান কার্ড লিঙ্ক করার ডেডলাইন বাড়িয়েছে ৷ এবার প্যান ও আধার লিঙ্ক করানোর চুড়ান্ত শেষ তারিখ ৩১ মার্চ ২০২০ ৷ এই তারিখের মধ্যে সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে পড়তে হবে মহাবিপদে ৷ ফের একবার এই কথা মনে করিয়ে দিল আয়কর বিভাগ
একাধিক বার কেন্দ্র সরকার আধার ও প্যান কার্ড লিঙ্ক করার ডেডলাইন বাড়িয়েছে ৷ এবার প্যান ও আধার লিঙ্ক করানোর চুড়ান্ত শেষ তারিখ ৩১ মার্চ ২০২০ ৷ এই তারিখের মধ্যে সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে পড়তে হবে মহাবিপদে ৷ ফের একবার এই কথা মনে করিয়ে দিল আয়কর বিভাগ
advertisement
2/8
আয়কর বিভাগ এর জন্য একটি ভিডিও ট্যুইট করেছে। তাতে ক্যাপশনে লিখেছে, 'সময়সীমা মিস করবেন না! ৩১ মার্চ ২০২০-র মধ্যে প্যান আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। আপনি এটি বায়োমেট্রিক অথেনটিকেশনএর সাহায্যে করতে পারেন অথবা NSDL বা UTITSL-এর প্যান সার্ভিস সেন্টারে গিয়েো লিঙ্ক করাতে পারেন।
আয়কর বিভাগ এর জন্য একটি ভিডিও ট্যুইট করেছে। তাতে ক্যাপশনে লিখেছে, 'সময়সীমা মিস করবেন না! ৩১ মার্চ ২০২০-র মধ্যে প্যান আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। আপনি এটি বায়োমেট্রিক অথেনটিকেশনএর সাহায্যে করতে পারেন অথবা NSDL বা UTITSL-এর প্যান সার্ভিস সেন্টারে গিয়েো লিঙ্ক করাতে পারেন।
advertisement
3/8
সবার প্রথমে আপনাকে একটি এসএমএস পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে, এই ফরম্যাটে - UIDPAN12digit Aadhaar>10digitPAN> । দুটোর মধ্যে যে কন একটি নম্বরেই পাঠালে হবে।
সবার প্রথমে আপনাকে একটি এসএমএস পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে, এই ফরম্যাটে - UIDPAN12digit Aadhaar>10digitPAN> । দুটোর মধ্যে যে কন একটি নম্বরেই পাঠালে হবে।
advertisement
4/8
আপনি চাইলে e-filing পোর্টালে গিয়েও প্যান আর আধার লিঙ্ক করতে পারেন। এর জন্য আপনাকে www.incometaxindiaefiling.gov.in এই সাইটে ক্লিক করতে হবে।
আপনি চাইলে e-filing পোর্টালে গিয়েও প্যান আর আধার লিঙ্ক করতে পারেন। এর জন্য আপনাকে www.incometaxindiaefiling.gov.in এই সাইটে ক্লিক করতে হবে।
advertisement
5/8
আগের নিয়ম অনুযায়ী, ডেডলাইনের আগের আধার ও প্যান লিঙ্ক না করালে প্যান কার্ড বাতিল হয়ে যাবে ৷ আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে এরকম পরিস্থিতিতে প্যান কার্ড পুরোপুরি অকেজো ৷ নয়া নিয়মে এর সঙ্গে জুড়তে পারে ১০ হাজার টাকার জরিমানা ৷
আগের নিয়ম অনুযায়ী, ডেডলাইনের আগের আধার ও প্যান লিঙ্ক না করালে প্যান কার্ড বাতিল হয়ে যাবে ৷ আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে এরকম পরিস্থিতিতে প্যান কার্ড পুরোপুরি অকেজো ৷ নয়া নিয়মে এর সঙ্গে জুড়তে পারে ১০ হাজার টাকার জরিমানা ৷
advertisement
6/8
প্যান আধার লিঙ্ক না করালে Permanent Account Number (PAN) নিস্ক্রিয় হয়ে যাবে ৷ তারপর ওই প্যান নম্বর ব্যবহার করলে তা ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী গুরুতর অপরাধ ৷ নিস্ক্রিয় প্যান কার্ড ব্যবহারের কারণেই IT আইনের ২৭২বি ধারা অনুযায়ী ব্যবহারকারীকে শাত্তি স্বরূপ দিতে হবে ১০ হাজার টাকা ৷
প্যান আধার লিঙ্ক না করালে Permanent Account Number (PAN) নিস্ক্রিয় হয়ে যাবে ৷ তারপর ওই প্যান নম্বর ব্যবহার করলে তা ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী গুরুতর অপরাধ ৷ নিস্ক্রিয় প্যান কার্ড ব্যবহারের কারণেই IT আইনের ২৭২বি ধারা অনুযায়ী ব্যবহারকারীকে শাত্তি স্বরূপ দিতে হবে ১০ হাজার টাকা ৷
advertisement
7/8
 ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকার বেশি তুলতে গেলে দেখাতেই হয় প্যানকার্ড ৷ উল্লেখ্য, লিঙ্ক না থাকার কারণে প্যানকার্ড নিস্ক্রিয় হয়ে গেলে নতুন করে প্যানকার্ডের আবেদনের প্রয়োজন নেই ৷ পুরনো প্যান নম্বরকে আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে দিলেই অ্যাক্টিভেট অর্থাৎ বৈধ হয়ে যাবে প্যান কার্ড ৷প্রতীকী ছবি ৷
ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকার বেশি তুলতে গেলে দেখাতেই হয় প্যানকার্ড ৷ উল্লেখ্য, লিঙ্ক না থাকার কারণে প্যানকার্ড নিস্ক্রিয় হয়ে গেলে নতুন করে প্যানকার্ডের আবেদনের প্রয়োজন নেই ৷ পুরনো প্যান নম্বরকে আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে দিলেই অ্যাক্টিভেট অর্থাৎ বৈধ হয়ে যাবে প্যান কার্ড ৷প্রতীকী ছবি ৷
advertisement
8/8
 জরিমানা ও হয়রানির হাত থেকে বাঁচতে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে লিঙ্ক করিয়ে নিন আপনার প্যান ও আধার নম্বর ৷
জরিমানা ও হয়রানির হাত থেকে বাঁচতে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে লিঙ্ক করিয়ে নিন আপনার প্যান ও আধার নম্বর ৷
advertisement
advertisement
advertisement