মাঝ রাস্তা দিয়ে বের হচ্ছে আগ্নেয়গিরির লাভা ! ত্রিপুরার গ্রামে চরম আতঙ্ক

Last Updated:
1/6
 •• ধারে-কাছে কোনও আগ্নেয়গিরির দেখা নেই ৷ তবুও গলগল করে লাভার মতো জ্বলন্ত ক্রমাগত মাটির তলা থেকে বেরিয়ে আসছে ৷ যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে রাস্তায় ৷ প্রতীকী ছবি ৷
•• ধারে-কাছে কোনও আগ্নেয়গিরির দেখা নেই ৷ তবুও গলগল করে লাভার মতো জ্বলন্ত ক্রমাগত মাটির তলা থেকে বেরিয়ে আসছে ৷ যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে রাস্তায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/6
 •• যা দেখা আত্মারাম খাঁচাছাড়া হবার জোগাড় স্থানীয় বাসিন্দাদের ৷ এমন ঘটনা ঘটেছে ত্রিপুরার জালিফা গ্রামে ৷ এই বিষয়টি প্রকাশ্যে আসার পর ত্রিপুরা সরকারের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই উত্তর–পূর্ব ভারত। এটি ভূমিকম্প প্রবণ জোন–পাঁচে অবস্থান করছে। প্রতীকী ছবি ৷
•• যা দেখা আত্মারাম খাঁচাছাড়া হবার জোগাড় স্থানীয় বাসিন্দাদের ৷ এমন ঘটনা ঘটেছে ত্রিপুরার জালিফা গ্রামে ৷ এই বিষয়টি প্রকাশ্যে আসার পর ত্রিপুরা সরকারের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই উত্তর–পূর্ব ভারত। এটি ভূমিকম্প প্রবণ জোন–পাঁচে অবস্থান করছে। প্রতীকী ছবি ৷
advertisement
3/6
•• চলতি বছরে এ নিয়ে রাজ্যে তিনবার এ ধরনের ঘটনা ঘটল। ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশের চট্টগ্রামের খুব কাছে অবস্থিত। এ বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে বৈষ্ণবপুর এবং সানরুমের ঘাগড়াবসতি নামে দুটি গ্রামে লাভার মতো গনগনে তরল রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সেই সময়ও বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি বিশেষজ্ঞরা বলে জানা যাচ্ছে। তরল পদার্থের সঙ্গে আগুন ও গ্যাসও বের হচ্ছিল। প্রতীকী ছবি ৷
•• চলতি বছরে এ নিয়ে রাজ্যে তিনবার এ ধরনের ঘটনা ঘটল। ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশের চট্টগ্রামের খুব কাছে অবস্থিত। এ বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে বৈষ্ণবপুর এবং সানরুমের ঘাগড়াবসতি নামে দুটি গ্রামে লাভার মতো গনগনে তরল রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সেই সময়ও বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি বিশেষজ্ঞরা বলে জানা যাচ্ছে। তরল পদার্থের সঙ্গে আগুন ও গ্যাসও বের হচ্ছিল। প্রতীকী ছবি ৷
advertisement
4/6
•• এর আগে জালিফা গ্রামেরই একটি ল্যাম্প পোস্টের গায়ে লাভার মতো জ্বলন্ত বস্তু লেগে থাকতে দেখেছিলেন গ্রামবাসীরা। ভয় পেয়ে তাঁরা দমকল এবং স্থানীয় পুলিসে খবর দিয়েছিলেন। দমকলবাহিনী এসে জল ও ফোমের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করলে তা নেভাতে ব্যর্থ হয়। ততক্ষণে ওই অগ্ন্যুত্‌পাতে জায়গাটি পুড়ে যায়। প্রতীকী ছবি ৷
•• এর আগে জালিফা গ্রামেরই একটি ল্যাম্প পোস্টের গায়ে লাভার মতো জ্বলন্ত বস্তু লেগে থাকতে দেখেছিলেন গ্রামবাসীরা। ভয় পেয়ে তাঁরা দমকল এবং স্থানীয় পুলিসে খবর দিয়েছিলেন। দমকলবাহিনী এসে জল ও ফোমের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করলে তা নেভাতে ব্যর্থ হয়। ততক্ষণে ওই অগ্ন্যুত্‌পাতে জায়গাটি পুড়ে যায়। প্রতীকী ছবি ৷
advertisement
5/6
•• সেই সময় ত্রিপুরা সরকারের বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিকরা এবং প্রযুক্তিবিদ ও পরিবেশবিদরা ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন। ঘটনাস্থল পরীক্ষা করার পর এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবে পরীক্ষা করতে পাঠায়। বিষেশজ্ঞরা জানান, কোনও দাহ্য বস্তু থেকেই এই আগুন। প্রতীকী ছবি ৷
•• সেই সময় ত্রিপুরা সরকারের বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিকরা এবং প্রযুক্তিবিদ ও পরিবেশবিদরা ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন। ঘটনাস্থল পরীক্ষা করার পর এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবে পরীক্ষা করতে পাঠায়। বিষেশজ্ঞরা জানান, কোনও দাহ্য বস্তু থেকেই এই আগুন। প্রতীকী ছবি ৷
advertisement
6/6
 •• রাজ্য সরকার গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। তাই লাভার মতো পুরু তরল রাস্তায় পড়ে থাকা কোনও বিপর্যয়ের পূর্বাভাস কি না তা খতিয়ে দেখছে ত্রিপুরার স্পেস অ্যাপলিকেশন সেন্টার। মাটি থেকে লাভা নিঃসরণ হচ্ছে কেন, সে বিষয়টি নজরে রাখা হচ্ছে। ছবি: এএনআইয়ের ট্যুইটারের সৌজন্যে ৷
•• রাজ্য সরকার গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। তাই লাভার মতো পুরু তরল রাস্তায় পড়ে থাকা কোনও বিপর্যয়ের পূর্বাভাস কি না তা খতিয়ে দেখছে ত্রিপুরার স্পেস অ্যাপলিকেশন সেন্টার। মাটি থেকে লাভা নিঃসরণ হচ্ছে কেন, সে বিষয়টি নজরে রাখা হচ্ছে। ছবি: এএনআইয়ের ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement