বরফ আর বরফ! তাপমাত্রা ২ ডিগ্রির নীচে, শৈত্যপ্রবাহ ও কুয়াশার জোড়া কামড়ে নাজেহাল ৭ রাজ্য!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Cold Wave: জম্মু-কাস্মীরে বরফের পুরু চাদর। বেশিরভাগ সময়েই চলছে তুষারপাত। আবার কলকাতায় নিম্নচাপ, তাপমাত্রা বাড়ছে। জেনে নিন দেশের কোথায় কেমন আবহাওয়া। কত নামল পারদ দেশ জুড়ে?
advertisement
advertisement
advertisement
কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস, কুপওয়ারা মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং কোকেরনাগে মাইনাস ৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাত চলছে। আবহাওয়া বিভাগ ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। ২১-২২ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে উপত্যকার উচ্চতর অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
হিমাচল প্রদেশের স্থানীয় আবহাওয়া অফিস মঙ্গলবার আগামী দুই দিনের জন্য চারটি জেলার নিম্ন পাহাড় ও সমতল ভূমিতে বিচ্ছিন্ন স্থানে শৈত্যপ্রবাহের অবস্থার জন্য 'হলুদ সতর্কতা' জারি করেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, উনা, বিলাসপুর, হামিরপুর এবং মান্ডি জেলার বিচ্ছিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
advertisement
advertisement
ফরিদকোটের পরে, অমৃতসর ছিল পাঞ্জাবের সর্বনিম্ন তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস সহ শীতলতম স্থান, যেখানে লুধিয়ানা এবং পাতিয়ালা উভয়েরই সর্বনিম্ন তাপমাত্রা 4.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে, কাঙ্কে রাজ্যের সবচেয়ে ঠান্ডা 2.5 ডিগ্রি সেলসিয়াস।
advertisement
যদিও পশ্চিমবঙ্গের ছবিটা উল্টো। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জেরে শীত আছে থমকে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি দক্ষিণ বঙ্গে। মাঝ ডিসেম্বরে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে ৷
advertisement