ইঁদুরে খেত টাকা! মেঝেতে পড়ে থাকত হীরে-মুক্ত! স্বাধীনতা কালে ইনি ছিলেন দেশের সবথেকে ধনী ব্যক্তি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Last nizam of hyderabad Mir Osman Ali Khan was the richest man in india at the time of independence: স্বাধীনতার সময় অর্থাৎ ১৯৪৭ সালে হায়দরাবাদের নিজাম নবাব মীর ওসমান আলি খানকে শুধু ভারতেই নয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হত।
স্বাধীনতার সময় অর্থাৎ ১৯৪৭ সালে হায়দরাবাদের নিজাম নবাব মীর ওসমান আলি খানকে শুধু ভারতেই নয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হত। ১৮৮৬ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণকারী মীর ওসমান তার পিতার মৃত্যুর পর ১৯১১ সালে হায়দ্রাবাদের সিংহাসনে আরোহণ করেন। ৭৭ বছর আগে নিজামের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মীর ওসমান আলী খান যেমন ধনী ছিলেন তেমনি কৃপণতার জন্য কুখ্যাত ছিলেন। "ফ্রিডম অ্যাট মিডনাইট" অনুসারে, নিজামের কাছে একবারে ২০০ জনকে খাওয়ানোর মতো যথেষ্ট সোনার পাত্র ছিল, তবে তাঁর কৃপণতা ছিল যে তিনি নিজেই টিনের পাত্রে খেতেন। প্রায়শই তিনি নোংরা জামা কাপড় পড়তেন। নিজামের শয়নকক্ষটিও একেবারে সাদামাটা ছিল। সেখানে একটি ভাঙা খাট, তিনটি চেয়ার আর কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই ছিল না।
advertisement
নিজাম হায়দ্রাবাদ প্রায়শই ভয় পেত যে কেউ তাকে বিষ প্রয়োগ করবে এবং তার সম্পত্তি দখল করা হবে। কলিন্স এবং ল্যাপিয়ের লিখেছেন যে নিজাম যেখানেই যেতেন, তিনি তার সাথে একটি খাবারের টেস্টার নিয়ে যেতেন। প্রথমে তিনি খাবারের স্বাদ গ্রহণ করতেন, সব ঠিক থাকলে নিজাম খেতেন। ১৯৬৭ সালের ২৪ ফেব্রুয়ারি ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজাম।