Kumbh Mela 2025: ২৭ বছর বাদে কুম্ভমেলায় হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেলেন স্ত্রী,বাবাকে পেয়ে আনন্দে মাতোয়ারা দুই সন্তান
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২৭ বছর ধরে কাছের মানুষটাকে খুঁজছিল পরিবার। অবশেষে সেই খোঁজের অবসান হল। প্রয়াগরাজের কুম্ভমেলায় যেমন অনেকে প্রিয়জনকে হারিয়েছেন, তেমনি আবার কুম্ভমেলাই ফিরিয়ে দিল কাছের মানুষকে
advertisement
advertisement
গঙ্গাসাগরের স্ত্রী ধানোয়া দেবী। তাঁর দুই পুত্র কমলেশ এবং বিমলেশ। যদি কুম্ভমেলায় গঙ্গাসাগরকে খুঁজে পাওয়া যায়, এই আশা নিয়েই প্রয়াগরাজে এসেছিলেন তাঁরা। তাঁরা ভাবতেই পারেননি, সত্যিই দেখা মিলবে গঙ্গাসাগরের। তাঁরা দেখেন, মেলায় এক ব্যক্তি হুবহু গঙ্গাসাগরের মতো দেখতে। এমনকি মিলে যায় গঙ্গাসাগরের শরীরে থাকা চিহ্নগুলিও, যেমন লম্বা দাঁত,কপালে কাটা দাগ, হাঁটুতে কাটা দাগ।
advertisement
advertisement
advertisement
advertisement
ধানোয়া দেবী জানিয়েছেন, ১৯৯৮ সালে পাটনায় গিয়েছিলেন গঙ্গাসাগর। তার পর থেকে আর বাড়ি ফেরেননি। তাঁর কথায়, ‘‘আমার স্বামীর গবাদি পশুর ব্যবসা ছিল। এক দিন সকালে হঠাৎ নিখোঁজ হয়ে যান। ২৬ বছর ধরে অনেক খুঁজেছি,অপেক্ষায় থাকতাম। এ'বছর এক আত্মীয় কুম্ভমেলায় এসেছিলেন। তিনি এক ব্যক্তির ছবি তুলে পাঠান। সাধুর বেশে ওই ব্যক্তিকে দেখেই চিনতে পারি। আমার হারিয়ে যাওয়া স্বামী।'' তার পরই দুই পুত্রকে নিয়ে প্রয়াগরাজে হাজির হয়েছেন ধানোয়া।